আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২৪. অধ্যায়ঃ জানাযা

হাদীস নং: ৫৩৯৩
অধ্যায়ঃ জানাযা
বিলাপ করা, মৃত্যু সংবাদ ঘোষণা করা, গণ্ডদেশে আঘাত করা,মৃতের জন্য চেহারায় আঁচড় কাটা ও গিরেবান ছিড়ে ফেলা সম্পর্কে সতর্কীকরণ
৫৩৯৩. হযরত ইবন মাসউদ (রা) থেকে বর্ণিত রাসূলুল্লাহ (ﷺ) মৃত্যুর ঘোষণা করতে নিষেধ করতেন। তিনি আরও বলতেন, তোমরা মৃত্যুর ঘোষণা করা থেকে বিরত থাক। কেননা এটা জাহেলী প্রথা। আবদুল্লাহ (ইবন মাসউদ) বলেন, হাদীসে বর্ণিত শব্দের অর্থ মৃত্যুর ঘোষণা দেয়া।
(তিরমিযী মারফু' সনদে হাদীসটি বর্ণনা করে বলেন, হাদীসটি গরীব। তিনি অপর এক সনদেও অনুরূপ একটি হাদীস বর্ণনা করেছেন, যা তিনি মারফু' রূপে উল্লেখ করেননি এবং তাতে এ অংশটুকুও বলেন নি : "النعي মানে মৃত্যুর ঘোষণা"। তিনি বলেন, এটাই বিশুদ্ধতম রিওয়ায়েত। কোন কোন 'আলিম মৃত্যুর ঘোষণা করাকে মাকরূহ বলেছেন। তাদের মতে, উক্ত 'মৃত্যুর ঘোষণা করা'র পদ্ধতি হচ্ছে, মানুষের মধ্যে এ ঘোষণা যে অমুক ব্যক্তি মৃত্যুবরণ করেছে, যাতে তারা তার জানাযায় শরীক হয়। আবার কোন কোন আলিম বলেছেন, আত্মীয় স্বজনকে মৃত্যুর সংবাদ জানানোতে কোন অসুবিধা নেই।)
كتاب الجنائز
التَّرْهِيب من النِّيَاحَة على الْمَيِّت والنعي وَلَطم الخد وخمش الْوَجْه وشق الجيب
5396- وَعَن ابْن مَسْعُود رَضِي الله عَنهُ أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم كَانَ ينْهَى عَن النعي وَقَالَ إيَّاكُمْ والنعي فَإِنَّهُ من عمل الْجَاهِلِيَّة
قَالَ عبد الله والنعي أَذَان بِالْمَيتِ

رَوَاهُ التِّرْمِذِيّ مَرْفُوعا وَقَالَ غَرِيب وَرَوَاهُ من طَرِيق أُخْرَى قَالَ نَحوه وَلم يرفعهُ وَلم يذكر فِيهِ والنعي أَذَان بِالْمَيتِ وَقَالَ وَهَذَا أصح وَقد كره بعض أهل الْعلم النعي والنعي عِنْدهم أَن يُنَادى فِي النَّاس أَن فلَانا مَاتَ ليشهدوا جنَازَته وَقَالَ بعض أهل الْعلم لَا بَأْس أَن يعلم الرجل أهل قرَابَته وإخوانه انْتهى
tahqiqতাহকীক:তাহকীক চলমান