আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২৪. অধ্যায়ঃ জানাযা

হাদীস নং: ৫৩৯৪
অধ্যায়ঃ জানাযা
বিলাপ করা, মৃত্যু সংবাদ ঘোষণা করা, গণ্ডদেশে আঘাত করা,মৃতের জন্য চেহারায় আঁচড় কাটা ও গিরেবান ছিড়ে ফেলা সম্পর্কে সতর্কীকরণ
৫৩৯৪. হযরত আনাস ইবন মালিক (রা) থেকে বর্ণিত। যখন উমর (রা) আহত হলেন, তখন হাফসা (রা) তাঁর জন্য চিৎকার করে কাঁদতে লাগলেন। উমর (রা) বললেন, হে হাফসা! তুমি কি রাসূলুল্লাহ্ (ﷺ)-কে বলতে শোন নি, যার জন্য চিৎকার করে ক্রন্দন করা হয়, তাকে আযাব দেওয়া হয়? তিনি বললেন জ্বী হ্যাঁ।
(ইবন হিব্বান (র) তাঁর 'সহীহ্' এ হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب الجنائز
التَّرْهِيب من النِّيَاحَة على الْمَيِّت والنعي وَلَطم الخد وخمش الْوَجْه وشق الجيب
5397- وَعَن أنس بن مَالك رَضِي الله عَنهُ أَن عمر رَضِي الله عَنهُ لما طعن عولت عَلَيْهِ حَفْصَة فَقَالَ لَهَا عمر يَا حَفْصَة أما سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول إِن الْمعول عَلَيْهِ يعذب قَالَت بلَى رَوَاهُ ابْن حبَان فِي صَحِيحه
tahqiqতাহকীক:তাহকীক চলমান