আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২৪. অধ্যায়ঃ জানাযা
হাদীস নং: ৫৩৯২
অধ্যায়ঃ জানাযা
বিলাপ করা, মৃত্যু সংবাদ ঘোষণা করা, গণ্ডদেশে আঘাত করা,মৃতের জন্য চেহারায় আঁচড় কাটা ও গিরেবান ছিড়ে ফেলা সম্পর্কে সতর্কীকরণ
৫৩৯২. হযরত হুযায়ফা (রা) থেকে বর্ণিত। যখন তিনি মুমূর্ষ অবস্থায় উপনীত হন, তখন তিনি বললেন, যখন আমি মৃত্যুমুখে পতিত হয়, তখন কেউ যেন আমার মৃত্যুর কথা বলাবলি না করে। আমি ভয় করি, এটা মৃত্যুর ঘোষণায়' পরিণত হতে পারে। অথচ আমি রাসূলুল্লাহ্ (ﷺ)-কে মৃত্যুর ঘোষণা নিষেধ করতে শুনেছি। (তিরমিযী (র) হাদীসটি বর্ণনা করে বলেন, হাদীসটি হাসান।
রুযায়ন ও হাদীসটি উল্লেখ করেছেন। তবে তিনি এ অংশটুকু বেশী বর্ণনা করেছেনঃ "আমি যখন মৃত্যু মুখে পতিত হব তখন তোমরা আমার সালাতুল জানাযা আদায় করবে এবং আমাকে চুপিসারে আমার প্রতিপালকের কাছে পাঠিয়ে দেবে।"
ইবন মাজা (র)ও হাদীসটি বর্ণনা করেছেন, তবে তিনি বলেনঃ "যখন হুযায়ফা (রা)-এর কোন আপন জন মৃত্যুমুখে পতিত হত, তখন তিনি বলতেন, তোমরা তার মৃত্যু সংবাদ কাউকে বলো না। আমি ভয় করি, এটা 'মৃত্যুর ঘোষণা' হয়ে যেতে পারে। আমি আমার এ দু'কানে রাসূলুল্লাহ্ (ﷺ)-কে 'মৃত্যুর ঘোষণা' নিষেধ করতে শুনেছি।")
রুযায়ন ও হাদীসটি উল্লেখ করেছেন। তবে তিনি এ অংশটুকু বেশী বর্ণনা করেছেনঃ "আমি যখন মৃত্যু মুখে পতিত হব তখন তোমরা আমার সালাতুল জানাযা আদায় করবে এবং আমাকে চুপিসারে আমার প্রতিপালকের কাছে পাঠিয়ে দেবে।"
ইবন মাজা (র)ও হাদীসটি বর্ণনা করেছেন, তবে তিনি বলেনঃ "যখন হুযায়ফা (রা)-এর কোন আপন জন মৃত্যুমুখে পতিত হত, তখন তিনি বলতেন, তোমরা তার মৃত্যু সংবাদ কাউকে বলো না। আমি ভয় করি, এটা 'মৃত্যুর ঘোষণা' হয়ে যেতে পারে। আমি আমার এ দু'কানে রাসূলুল্লাহ্ (ﷺ)-কে 'মৃত্যুর ঘোষণা' নিষেধ করতে শুনেছি।")
كتاب الجنائز
التَّرْهِيب من النِّيَاحَة على الْمَيِّت والنعي وَلَطم الخد وخمش الْوَجْه وشق الجيب
5395- وَعَن حُذَيْفَة رَضِي الله عَنهُ أَنه قَالَ إِذْ حضر إِذا أَنا مت فَلَا يُؤذن عَليّ أحد إِنِّي أَخَاف أَن يكون نعيا وَإِنِّي سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم ينْهَى عَن النعي
رَوَاهُ التِّرْمِذِيّ وَقَالَ حَدِيث حسن وَذكره رزين فَزَاد فِيهِ فَإِذا مت فصلوا عَليّ وسلوني إِلَى رَبِّي سلا
وَرَوَاهُ ابْن مَاجَه إِلَّا أَنه قَالَ كَانَ حُذَيْفَة إِذا مَاتَ لَهُ الْمَيِّت قَالَ لَا تؤذنوا بِهِ أحدا إِنِّي أَخَاف أَن يكون نعيا إِنِّي سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم بأذني هَاتين ينْهَى عَن النعي
رَوَاهُ التِّرْمِذِيّ وَقَالَ حَدِيث حسن وَذكره رزين فَزَاد فِيهِ فَإِذا مت فصلوا عَليّ وسلوني إِلَى رَبِّي سلا
وَرَوَاهُ ابْن مَاجَه إِلَّا أَنه قَالَ كَانَ حُذَيْفَة إِذا مَاتَ لَهُ الْمَيِّت قَالَ لَا تؤذنوا بِهِ أحدا إِنِّي أَخَاف أَن يكون نعيا إِنِّي سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم بأذني هَاتين ينْهَى عَن النعي