আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২৪. অধ্যায়ঃ জানাযা

হাদীস নং: ৫৩৯১
অধ্যায়ঃ জানাযা
বিলাপ করা, মৃত্যু সংবাদ ঘোষণা করা, গণ্ডদেশে আঘাত করা,মৃতের জন্য চেহারায় আঁচড় কাটা ও গিরেবান ছিড়ে ফেলা সম্পর্কে সতর্কীকরণ
৫৩৯১. হযরত আয়েশা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, যখন রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে যায়িদ ইবন হারিসা, জা'ফর ইবন আবু তালিব ও আব্দুল্লাহ ইবন রাওয়াহা (রা)-এর শহীদ হওয়ার সংবাদ পৌঁছাল, তখন তিনি এভাবে বসলেন যে, তাঁর চেহারায় বিষাদের ছাপ পরিলক্ষিত হচ্ছিল। এবং আমি দরজার ফাঁক দিয়ে উঁকি মেরে দেখছিলাম। এক ব্যক্তি রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে এসে বলল, ইয়া রাসূলাল্লাহ (ﷺ)। জা'ফরের (বাড়ীতে) মহিলাগণ বিলাপ করছে এবং সে মহিলাদের কান্নাকাটির বর্ণনা দিল। তখন তিনি তাদেরকে নিষেধ করতে নির্দেশ দিলেন। লোকটি গেল। অতঃপর ফিরে এসে বলল, মহিলাগণ আমার নিষেধ উপেক্ষা করেছে। অথবা আমাদের নিষেধ উপেক্ষা করেছে। তখন আমার ধারণায় নবী (ﷺ) বললেন, তাদের মুখে ধুলোবালি নিক্ষেপ কর। আমি (মনে মনে) বললাম, আল্লাহ্ তোমার নাক ধূলিমলিন করুন, আল্লাহর কসম, তুমি তা পারবে না এবং রাসূলুল্লাহ্ (ﷺ)-কেও কষ্ট দেওয়া থেকে ছাড়বে না।
(বুখারী ও মুসলিম (র) হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب الجنائز
التَّرْهِيب من النِّيَاحَة على الْمَيِّت والنعي وَلَطم الخد وخمش الْوَجْه وشق الجيب
5394- وَعَن عَائِشَة رَضِي الله عَنْهَا قَالَت لما جَاءَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قتل زيد بن حَارِثَة وجعفر بن أبي طَالب وَعبد الله بن رَوَاحَة جلس رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يعرف فِيهِ الْحزن قَالَت وَأَنا أطلع من شقّ الْبَاب وَأَتَاهُ رجل فَقَالَ أَي رَسُول الله إِن نسَاء جَعْفَر وَذكر بكاءهن فَأمر أَن ينهاهن فَذهب الرجل ثمَّ أَتَى فَقَالَ وَالله لقد غلبنني أَو غلبننا فَزَعَمت أَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ فاحث فِي أفواههن التُّرَاب فَقلت أرْغم الله أَنْفك فوَاللَّه مَا أَنْت بفاعل وَلَا تركت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم من العنا

رَوَاهُ البُخَارِيّ وَمُسلم
tahqiqতাহকীক:তাহকীক চলমান