আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২৪. অধ্যায়ঃ জানাযা

হাদীস নং: ৫৩৯০
অধ্যায়ঃ জানাযা
বিলাপ করা, মৃত্যু সংবাদ ঘোষণা করা, গণ্ডদেশে আঘাত করা,মৃতের জন্য চেহারায় আঁচড় কাটা ও গিরেবান ছিড়ে ফেলা সম্পর্কে সতর্কীকরণ
৫৩৯০. হযরত উম্মু সালামা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, যখন আবু সালামা মৃত্যুমুখে পতিত হলেন, তখন আমি (মনে মনে) বললাম, লোকটি মুসাফির এবং ভিন এলাকায় প্রবাসী। সুতরাং আমি তার জন্য অবশ্যই এভাবে কাঁদব, যাতে (পরবর্তীতে) তার আলোচনা করা হল। কাজেই আমি তার জন্য কাঁদতে প্রস্তুতি নিচ্ছিলাম, ইত্যবসরে অপর এক মহিলা আমার (কাজে) সহায়তা করার উদ্দেশ্যে রওয়ানা হল। পথিমধ্যে তার সাথে রাসূলুল্লাহ (ﷺ)-এর দেখা হলে তিনি বললেন, তুমি কি এমন এক গৃহে শয়তানকে প্রবেশ করাতে চাও, যেখানে থেকে আল্লাহ্ তা'আলা শয়তানকে বের করে দিয়েছেন। একথা শুনে আমি ক্রন্দন থেকে বিরত। রইলাম এবং আর কাঁদলাম না।
(মুসলিম (র) হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب الجنائز
التَّرْهِيب من النِّيَاحَة على الْمَيِّت والنعي وَلَطم الخد وخمش الْوَجْه وشق الجيب
5393- وَعَن أم سَلمَة رَضِي الله عَنْهَا قَالَت لما مَاتَ أَبُو سَلمَة قلت غَرِيب وَفِي أَرض غربَة لأبكينه بكاء يتحدث عَنهُ فَكنت قد تهيأت للبكاء عَلَيْهِ إِذْ أَقبلت امْرَأَة تُرِيدُ أَن تساعدني فَاسْتَقْبلهَا رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم فَقَالَ أَتُرِيدِينَ أَن تدخلي الشَّيْطَان بَيْتا أخرجه الله مِنْهُ فكففت عَن الْبكاء فَلم أبك
رَوَاهُ مُسلم
tahqiqতাহকীক:তাহকীক চলমান