আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২৪. অধ্যায়ঃ জানাযা

হাদীস নং: ৫৩৮৯
অধ্যায়ঃ জানাযা
বিলাপ করা, মৃত্যু সংবাদ ঘোষণা করা, গণ্ডদেশে আঘাত করা,মৃতের জন্য চেহারায় আঁচড় কাটা ও গিরেবান ছিড়ে ফেলা সম্পর্কে সতর্কীকরণ
৫৩৮৯. হযরত আবু সাঈদ খুদরী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বিলাপকারিনী ও বিলাপ শ্রবণকারিণী দের প্রতি লা'নত করেছেন।
(আবু দাউদ (র) হাদীসটির বর্ণনা করেছেন। এ হাদীসের সনদে অগ্রহণযোগ্য কোন রাবী নেই। বাযযার এবং তবারানী ও হাদীসটির বর্ণনা করেছেন। তাঁরা উভয়ে উক্ত রিওয়ায়েতে এ অংশটুকু বেশি উল্লেখ করেছেন। "তিনি আরও বলেছেন, জানাযায় মহিলার কোন অংশ নেই।")
كتاب الجنائز
التَّرْهِيب من النِّيَاحَة على الْمَيِّت والنعي وَلَطم الخد وخمش الْوَجْه وشق الجيب
5392- وَرُوِيَ عَن أبي سعيد الْخُدْرِيّ رَضِي الله عَنهُ قَالَ لعن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم النائحة والمستمعة

رَوَاهُ أَبُو دَاوُد وَلَيْسَ فِي إِسْنَاده من ترك وَرَوَاهُ الْبَزَّار وَالطَّبَرَانِيّ فزادا فِيهِ وَقَالَ لَيْسَ للنِّسَاء فِي الْجِنَازَة نصيب
tahqiqতাহকীক:তাহকীক চলমান