আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২৪. অধ্যায়ঃ জানাযা

হাদীস নং: ৫২৩৩
অধ্যায়ঃ জানাযা
ধৈর্যধারণের প্রতি উৎসাহ প্রদান, বিশেষত সেই ব্যক্তিকে, যে তার ধন-প্রাণে বিপদাক্রান্ত হয়েছে। বালা-মুসিবত, রোগ-ব্যাধি ও জ্বর তাপের ফযীলত এবং দৃষ্টিশক্তি হারিয়ে যাওয়া ব্যক্তি সম্পর্কে বর্ণিত হাদীস সমূহঃ
৫২৩৩. হযরত আবু সাঈদ খুদরী (রা) থেকে বর্ণিত আছে যে, একজন মুসলমান জিজ্ঞেস করল, ইয়া রাসুলাল্লাহ। আমরা যেসব রোগ ব্যাধিতে আক্রান্ত হই সেসব রোগ-ব্যাধি সম্পর্কে আপনার ধারণা কি? এর বদলে আমাদের জন্য কি বিনিময় রয়েছে? তিনি বললেন, এগুলো (গুণাহ সমূহের) কাফ্ফারা স্বরূপ উবাই (রা) বললেনঃ ইয়া রাসূলাল্লাহ। যদি তা সামান্যও হয়? তিনি বললেন, যদি তা একটি কাঁটা অথবা তার চেয়ে তুচ্ছ ও হয়। তখন লোকটি নিজের জন্য দু'আ করল, যাতে মৃত্যু পর্যন্ত তার থেকে জ্বর আলাদা না হয় এবং সে জ্বর তাকে হজ্জ, উমরা, আল্লাহর পথে জিহাদ করা এবং জামা'আতে সালাত আদায় করা থেকে বিরত না রাখে। বর্ণনাকারী বলেন, অতঃপর মৃত্যু পর্যন্ত যে কোন মানুষই তার শরীর স্পর্শ করেছে সে তার শরীরে জ্বরের উত্তাপ অনুভব করেছে।
(আহমাদ, ইব্‌ন আবিদ-দুনিয়া, আবু ইয়া'লা ও ইবন হিব্বান (র) তাঁর 'সহীহ' কিতাবে হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب الجنائز
التَّرْغِيب فِي الصَّبْر سِيمَا لمن ابْتُلِيَ فِي نَفسه أَو مَاله وَفضل الْبلَاء وَالْمَرَض والحمى وَمَا جَاءَ فِيمَن فقد بَصَره
5233- وَعَن أبي سعيد الْخُدْرِيّ رَضِي الله عَنهُ أَن رجلا من الْمُسلمين قَالَ يَا رَسُول الله أَرَأَيْت هَذِه الْأَمْرَاض الَّتِي تصيبنا مَا لنا بهَا قَالَ كَفَّارَات
قَالَ أبي يَا رَسُول الله وَإِن قلت قَالَ وَإِن شَوْكَة فَمَا فَوْقهَا فَدَعَا على نَفسه أَن لَا يُفَارِقهُ الوعك حَتَّى يَمُوت وَأَن لَا يشْغلهُ عَن حج وَلَا عمْرَة وَلَا جِهَاد فِي سَبِيل الله وَلَا صَلَاة مَكْتُوبَة فِي جمَاعَة قَالَ فَمَا مس إِنْسَان جسده إِلَّا وجد حرهَا حَتَّى مَاتَ

رَوَاهُ أَحْمد وَابْن أبي الدُّنْيَا وَأَبُو يعلى وَابْن حبَان فِي صَحِيحه
الوعك الْحمى
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ৫২৩৩ | মুসলিম বাংলা