আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২৪. অধ্যায়ঃ জানাযা
হাদীস নং: ৫২৩৪
অধ্যায়ঃ জানাযা
ধৈর্যধারণের প্রতি উৎসাহ প্রদান, বিশেষত সেই ব্যক্তিকে, যে তার ধন-প্রাণে বিপদাক্রান্ত হয়েছে। বালা-মুসিবত, রোগ-ব্যাধি ও জ্বর তাপের ফযীলত এবং দৃষ্টিশক্তি হারিয়ে যাওয়া ব্যক্তি সম্পর্কে বর্ণিত হাদীস সমূহঃ
৫২৩৪. হযরত আবুদ দারদা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি, মাথা
ব্যথা ও জ্বর-তৃষ্ণা মু'মিনের লেগেই থাকে, আর তার গুণাহ থাকে উহুদ পর্বত পরিমাণ। অতঃপর একটি সরষের বীজ পরিমাণ তার গুণাহ বাকি থাকতে এসব মাথা-ব্যাথা ও জ্বর-তৃষ্ণা তাকে ছাড়ে না।
ব্যথা ও জ্বর-তৃষ্ণা মু'মিনের লেগেই থাকে, আর তার গুণাহ থাকে উহুদ পর্বত পরিমাণ। অতঃপর একটি সরষের বীজ পরিমাণ তার গুণাহ বাকি থাকতে এসব মাথা-ব্যাথা ও জ্বর-তৃষ্ণা তাকে ছাড়ে না।
كتاب الجنائز
التَّرْغِيب فِي الصَّبْر سِيمَا لمن ابْتُلِيَ فِي نَفسه أَو مَاله وَفضل الْبلَاء وَالْمَرَض والحمى وَمَا جَاءَ فِيمَن فقد بَصَره
5234- وَعَن أبي الدَّرْدَاء رَضِي الله عَنهُ قَالَ سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول إِن الصداع والمليلة لَا تزَال بِالْمُؤمنِ وَإِن ذَنبه مثل أحد فَمَا تَدعه وَعَلِيهِ من ذَلِك مِثْقَال حَبَّة من خَرْدَل