আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২৪. অধ্যায়ঃ জানাযা

হাদীস নং: ৫২৩১
অধ্যায়ঃ জানাযা
ধৈর্যধারণের প্রতি উৎসাহ প্রদান, বিশেষত সেই ব্যক্তিকে, যে তার ধন-প্রাণে বিপদাক্রান্ত হয়েছে। বালা-মুসিবত, রোগ-ব্যাধি ও জ্বর তাপের ফযীলত এবং দৃষ্টিশক্তি হারিয়ে যাওয়া ব্যক্তি সম্পর্কে বর্ণিত হাদীস সমূহঃ
৫২৩১. হযরত আতা ইব্‌ন ইয়াসার (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, বান্দা যখন অসুস্থ হয় তখন আল্লাহ তার কাছে দু'জন ফিরিশতা প্রেরণ করেন এবং তাদেরকে বলেন, দেখ, তাকে দেখতে আসা লোকদেরকে সে কি বলে। যখন তারা তার কাছে আসে তখন যদি সে আল্লাহর প্রশংসা করে এবং তার গুণকীর্তন করে তবে তারা এ সংবাদ আল্লাহর কাছে নিয়ে যায়। অথচ তিনি সর্বজ্ঞ। তখন তিনি বলেন, আমার বান্দাকে যদি আমি মৃত্যু দেই, তবে তাকে জান্নাতে দাখিল করা আমার কর্তব্য। আর যদি আমি তাকে রোগমুক্ত করি তবে আমি তার মাংসের স্থলে উত্তম মাংস এবং তার রক্তের স্থলে উত্তম রক্ত দান করি এবং তার পাপসমূহ মোচন করে দেই।
(মালিক মুরসাল সনদে হাদীসটি বর্ণনা করেছেন। ইব্‌ন আবিদ দুনিয়া ও এ হাদীসটি বর্ণনা করেছেন, তবে তার বর্ণিত রিওয়ায়েতের ভাষা এইঃ "অতঃপর আল্লাহ তা'আলা বলেন, আমার এ বান্দাকে যদি আমি মৃত্যু দেই, তবে তাকে জান্নাতে দাখিল করা আমার কর্তব্য। আর যদি আমি তাকে (রোগমুক্ত করি) তবে তার মাংসের স্থলে উত্তম মাংস এবং তার রক্তের স্থলে উত্তম রক্ত আমি তাকে দান করি ও তাকে ক্ষমা করে দেই।)
كتاب الجنائز
التَّرْغِيب فِي الصَّبْر سِيمَا لمن ابْتُلِيَ فِي نَفسه أَو مَاله وَفضل الْبلَاء وَالْمَرَض والحمى وَمَا جَاءَ فِيمَن فقد بَصَره
5231- وَعَن عَطاء بن يسَار رَضِي الله عَنهُ أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ إِذا مرض العَبْد بعث الله إِلَيْهِ ملكَيْنِ فَقَالَ انْظُرُوا مَا يَقُول لعواده فَإِن هُوَ إِذا جاؤوه حمد الله وَأثْنى عَلَيْهِ رفعا ذَلِك إِلَى الله وَهُوَ أعلم فَيَقُول لعبدي عَليّ إِن توفيته أَن أدخلهُ الْجنَّة وَإِن أَنا شفيته أَن أبدله لَحْمًا خيرا من لَحْمه ودما خيرا من دَمه وَأَن أكفر عَنهُ سيئاته

رَوَاهُ مَالك مُرْسلا وَابْن أبي الدُّنْيَا وَعِنْده فَيَقُول الله عز وَجل إِن لعبدي هَذَا عَليّ إِن أَنا توفيته أدخلته الْجنَّة وَإِن أَنا رفعته أَن أبدله لَحْمًا خيرا من لَحْمه ودما خيرا من دَمه وأغفر لَهُ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ৫২৩১ | মুসলিম বাংলা