আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২৪. অধ্যায়ঃ জানাযা
হাদীস নং: ৫২২৯
অধ্যায়ঃ জানাযা
ধৈর্যধারণের প্রতি উৎসাহ প্রদান, বিশেষত সেই ব্যক্তিকে, যে তার ধন-প্রাণে বিপদাক্রান্ত হয়েছে। বালা-মুসিবত, রোগ-ব্যাধি ও জ্বর তাপের ফযীলত এবং দৃষ্টিশক্তি হারিয়ে যাওয়া ব্যক্তি সম্পর্কে বর্ণিত হাদীস সমূহঃ
৫২২৯. হযরত আবু বকর সিদ্দীক (রা) থেকে বর্ণিত আছে যে, তিনি জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলাল্লাহ!
لَّيْسَ بِأَمَانِيِّكُمْ وَلَا أَمَانِيِّ أَهْلِ الْكِتَابِ ۗ مَن يَعْمَلْ سُوءًا يُجْزَ بِهِ তোমাদের আশা কিংবা কিতাবীদের আশায় কাজ চলবে না। যে ব্যক্তি কোন মন্দ কাজ করবে তাকে তার সাজা দেওয়া হবে।" (৪ঃ ১২৩) এ আয়াতটি অবতীর্ণ হওয়ার পর কিভাবে সুখ থাকতে পারে? আমরা যা কিছু করি, সব কিছুর জন্যই কি আমাদেরকে শাস্তি পেতে হবে? উত্তরে তিনি বললেন, হে আবু বকর। আল্লাহ্ তা'আলা, তোমাকে ক্ষমা করুন, তুমি কি অসুস্থ হও না? তুমি কি দুঃখ পাও না? তোমার উপর কি সংকট আবর্তিত হয় না? আবু বকর (রা) বলেন, আমি বললাম, জ্বী হ্যাঁ, তিনি বললেন, এটাই তোমাকে সেই শান্তি-যদ্ধারা তোমাদের মন্দ কাজ সমূহের কাফফারা ও প্রতিষ্ঠা দান হয়ে থাকে।
(ইবন হিব্বান তাঁর 'সহীহ' কিতাবেও হাদীসটি বর্ণনা করেছেন।)
لَّيْسَ بِأَمَانِيِّكُمْ وَلَا أَمَانِيِّ أَهْلِ الْكِتَابِ ۗ مَن يَعْمَلْ سُوءًا يُجْزَ بِهِ তোমাদের আশা কিংবা কিতাবীদের আশায় কাজ চলবে না। যে ব্যক্তি কোন মন্দ কাজ করবে তাকে তার সাজা দেওয়া হবে।" (৪ঃ ১২৩) এ আয়াতটি অবতীর্ণ হওয়ার পর কিভাবে সুখ থাকতে পারে? আমরা যা কিছু করি, সব কিছুর জন্যই কি আমাদেরকে শাস্তি পেতে হবে? উত্তরে তিনি বললেন, হে আবু বকর। আল্লাহ্ তা'আলা, তোমাকে ক্ষমা করুন, তুমি কি অসুস্থ হও না? তুমি কি দুঃখ পাও না? তোমার উপর কি সংকট আবর্তিত হয় না? আবু বকর (রা) বলেন, আমি বললাম, জ্বী হ্যাঁ, তিনি বললেন, এটাই তোমাকে সেই শান্তি-যদ্ধারা তোমাদের মন্দ কাজ সমূহের কাফফারা ও প্রতিষ্ঠা দান হয়ে থাকে।
(ইবন হিব্বান তাঁর 'সহীহ' কিতাবেও হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب الجنائز
التَّرْغِيب فِي الصَّبْر سِيمَا لمن ابْتُلِيَ فِي نَفسه أَو مَاله وَفضل الْبلَاء وَالْمَرَض والحمى وَمَا جَاءَ فِيمَن فقد بَصَره
5229- وَعَن أبي بكر الصّديق رَضِي الله عَنهُ أَنه قَالَ يَا رَسُول الله كَيفَ الصّلاح بعد هَذِه الْآيَة لَيْسَ بأمانيكم وَلَا أماني أهل الْكتاب من يعْمل سوءا يجز بِهِ النِّسَاء 321 الْآيَة وكل شَيْء عَمِلْنَاهُ جزينا بِهِ فَقَالَ غفر الله لَك يَا أَبَا بكر أَلَسْت تمرض أَلَسْت تحزن أَلَسْت يصيبك اللأواء قَالَ فَقلت بلَى
قَالَ هُوَ مَا تُجْزونَ بِهِ
رَوَاهُ ابْن حبَان فِي صَحِيحه أَيْضا
واللأواء بِهَمْزَة سَاكِنة بعد اللَّام وهمزة فِي آخِره ممدودة هِيَ شدَّة الضّيق
قَالَ هُوَ مَا تُجْزونَ بِهِ
رَوَاهُ ابْن حبَان فِي صَحِيحه أَيْضا
واللأواء بِهَمْزَة سَاكِنة بعد اللَّام وهمزة فِي آخِره ممدودة هِيَ شدَّة الضّيق