আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২৪. অধ্যায়ঃ জানাযা
হাদীস নং: ৫২২৮
অধ্যায়ঃ জানাযা
ধৈর্যধারণের প্রতি উৎসাহ প্রদান, বিশেষত সেই ব্যক্তিকে, যে তার ধন-প্রাণে বিপদাক্রান্ত হয়েছে। বালা-মুসিবত, রোগ-ব্যাধি ও জ্বর তাপের ফযীলত এবং দৃষ্টিশক্তি হারিয়ে যাওয়া ব্যক্তি সম্পর্কে বর্ণিত হাদীস সমূহঃ
৫২২৮. হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেনঃ যখন وَمَن يَعْمَلْ سُوءًا يُجْزَبِهِ "যে ব্যক্তিন কোন মন্দ কাজ করবে, সে তার সাজা পাবে।" (৪ঃ ১২৩) এ আয়াতটি অবতীর্ণ হল তখন তিনি বললেন, আমাদের সকল কৃতকর্মের জন্য আমাদেরকে নিশ্চয় শাস্তি ভোগ করতে হবে। তবে তো আমরা ধ্বংস হয়ে যাব। এ মন্তব্যটি রাসূলুল্লাহ (ﷺ) এর কানে গেলে তিনি বললেন, হ্যাঁ, তাকে দুনিয়াতে তার শরীরের কষ্টদায়ক মুসিবত দিয়ে সাজা দেয়া হবে।
(ইবন হিব্বান (র) স্বীয় 'সহীহ' কিতাবে হাদীসটি বর্ণনা করেছেন।)
(ইবন হিব্বান (র) স্বীয় 'সহীহ' কিতাবে হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب الجنائز
التَّرْغِيب فِي الصَّبْر سِيمَا لمن ابْتُلِيَ فِي نَفسه أَو مَاله وَفضل الْبلَاء وَالْمَرَض والحمى وَمَا جَاءَ فِيمَن فقد بَصَره
5228- وَعَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ قَالَ لما نزلت من يعْمل سوءا يجز بِهِ النِّسَاء 321 فَقَالَ إِنَّا لنجزى بِكُل مَا عَملنَا هلكنا إِذا فَبلغ ذَلِك رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم فَقَالَ نعم يجزى بِهِ فِي الدُّنْيَا من مُصِيبَة فِي جسده مِمَّا يُؤْذِيه
رَوَاهُ ابْن حبَان فِي صَحِيحه
رَوَاهُ ابْن حبَان فِي صَحِيحه