আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২৪. অধ্যায়ঃ জানাযা
হাদীস নং: ৫২২১
অধ্যায়ঃ জানাযা
ধৈর্যধারণের প্রতি উৎসাহ প্রদান, বিশেষত সেই ব্যক্তিকে, যে তার ধন-প্রাণে বিপদাক্রান্ত হয়েছে। বালা-মুসিবত, রোগ-ব্যাধি ও জ্বর তাপের ফযীলত এবং দৃষ্টিশক্তি হারিয়ে যাওয়া ব্যক্তি সম্পর্কে বর্ণিত হাদীস সমূহঃ
৫২২১. হযরত ইবন মাসউদ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, অসুস্থতার কারণে মু'মিনের অস্থিরতা দেখে তার জন্য আশ্চর্য হয়। যদি সে জানত, অসুস্থতার কারণে তার জন্য কি পুরস্কার রয়েছে তবে সে সমগ্র জীবন অসুস্থ থাকতে ভালবাসত। অতঃপর রাসূলুল্লাহ্ (ﷺ) আকাশের দিকে তাঁর মাথা তুললেন এবং হাসলেন। জিজ্ঞেস করা হল, ইয়া রাসূলাল্লাহ্। আপনি কেন আকাশের দিকে আপনার মাথা তুললেন এবং হাসলেন? উত্তরে রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ আমি দু'জন ফিরিশতার উপর আশ্চর্যবোধ করলাম। তারা একজন বান্দাকে একটি মুসাল্লায় খোঁজ করছিল, যেখানে সে সালাত আদায় করত। কিন্তু তারা তাকে সেখান পায়নি। তাই তারা ফিরে গিয়ে বলল, হে আমাদের রব। আপনার অমুক বান্দা দিবারাত্রে যে আমল করত আমরা তার সে আমল লিপিবদ্ধ করতাম। কিন্তু (আজ) আমরা তাকে দেখতে পেলাম, আপনি তাকে আপনার রশিতে আবদ্ধ করেছেন। আল্লাহ তাবারাকা ওয়া তা'আলা বলেন, আমার বান্দা দিবারাত্রে যা আমল করত তার জন্য তা লিপিবদ্ধ কর এবং তা থেকে সামান্যও কম করবে না। আমি যতদিন তাকে আবদ্ধ রাখি আমিই তাকে তার পুরস্কার দেব। সে যা আমল করত তার পুরস্কার তার জন্য রয়েছে।
(ইবন আবিদ-দুনিয়া ও তবারানী (র) 'আল-আওসাত' গ্রন্থে এবং বাযযার সংক্ষিপ্তাকারে হাদীসটি বর্ণনা করেছেন।)
(ইবন আবিদ-দুনিয়া ও তবারানী (র) 'আল-আওসাত' গ্রন্থে এবং বাযযার সংক্ষিপ্তাকারে হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب الجنائز
التَّرْغِيب فِي الصَّبْر سِيمَا لمن ابْتُلِيَ فِي نَفسه أَو مَاله وَفضل الْبلَاء وَالْمَرَض والحمى وَمَا جَاءَ فِيمَن فقد بَصَره
5221- وَرُوِيَ عَن ابْن مَسْعُود رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم عجب لِلْمُؤمنِ وجزعه من السقم وَلَو كَانَ يعلم مَا لَهُ من السقم أحب أَن يكون سقيما الدَّهْر ثمَّ إِن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم رفع رَأسه إِلَى السَّمَاء فَضَحِك فَقيل يَا رَسُول الله مِم رفعت رَأسك إِلَى السَّمَاء فَضَحكت فَقَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم عجبت من ملكَيْنِ كَانَا يلتمسان عبدا فِي مصلى كَانَ يُصَلِّي فِيهِ فَلم يجداه فَرَجَعَا فَقَالَا يَا رَبنَا عَبدك فلَان كُنَّا نكتب لَهُ فِي يَوْمه وَلَيْلَته عمله
الَّذِي كَانَ يعْمل فوجدناه حَبسته فِي حبالك قَالَ الله تبَارك وَتَعَالَى اكتبوا لعبدي عمله الَّذِي كَانَ يعْمل فِي يَوْمه وَلَيْلَته وَلَا تنقصوا مِنْهُ شَيْئا وَعلي أجره مَا حَبسته وَله أجر مَا كَانَ يعْمل
رَوَاهُ ابْن أبي الدُّنْيَا وَالطَّبَرَانِيّ فِي الْأَوْسَط وَالْبَزَّار بِاخْتِصَار
الَّذِي كَانَ يعْمل فوجدناه حَبسته فِي حبالك قَالَ الله تبَارك وَتَعَالَى اكتبوا لعبدي عمله الَّذِي كَانَ يعْمل فِي يَوْمه وَلَيْلَته وَلَا تنقصوا مِنْهُ شَيْئا وَعلي أجره مَا حَبسته وَله أجر مَا كَانَ يعْمل
رَوَاهُ ابْن أبي الدُّنْيَا وَالطَّبَرَانِيّ فِي الْأَوْسَط وَالْبَزَّار بِاخْتِصَار