আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২৪. অধ্যায়ঃ জানাযা
হাদীস নং: ৫২২২
অধ্যায়ঃ জানাযা
ধৈর্যধারণের প্রতি উৎসাহ প্রদান, বিশেষত সেই ব্যক্তিকে, যে তার ধন-প্রাণে বিপদাক্রান্ত হয়েছে। বালা-মুসিবত, রোগ-ব্যাধি ও জ্বর তাপের ফযীলত এবং দৃষ্টিশক্তি হারিয়ে যাওয়া ব্যক্তি সম্পর্কে বর্ণিত হাদীস সমূহঃ
৫২২২. হযরত আবুল আশ'আস সান'আনী (র) থেকে বর্ণিত আছে যে, তিনি দামেশকের মসজিদের উদ্দেশ্যে রওয়ানা হলেন এবং খুব ভোরেই রওয়ানা হলেন। পথিমধ্যে সুনাবিহী সহকারে শাদ্দাদ ইবন আওসের সাথে তাঁর সাক্ষাৎ হল। (তিনি বলেনঃ) অতঃপর আমি বললাম, আল্লাহ তা'আলা আপনাদের উপর রহম করুন, আপনারা কোথায় যাচ্ছেন? তারা বলল, এখানে মুযার গোত্রীয় আমাদের এক ভাইকে অসুস্থ অবস্থায় দেখতে আসা আমাদের উদ্দেশ্য। একথা শুনে আমিও তাদের সাথে চললাম। অতঃপর তারা লোকটির কাছে গিয়ে তাকে জিজ্ঞেস করল, আজ কিভাবে আপনার প্রভাত হলো? লোকটি বলল, একটি নেয়ামত নিয়ে আজ আমার প্রভাত হয়েছে। তখন শাদ্দাদ বললেন, আপনি অপরাধসমূহের কাফফারা ও গুণাহসমূহ মার্জনার সুসংবাদ নিন। কেননা, আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি, নিশ্চয় আল্লাহ্ তা'আলা বলেন, যখন আমি আমার কোন মু'মিন বান্দাকে মুসিবতে আক্রান্ত করি, আর আমি তাকে যে বিপদে আক্রান্ত করেছি, তজ্জন্য সে আমার। প্রশংসা করে তখন তোমরা তার সাওয়াব চালু রাখ, যেমন সে সুস্থ থাকাকালে তার সাওয়াব চালু রাখত।
(আহমাদ ইসমাঈল ইব্ন আয়্যাশ সনদে রাশিদ সিন'আনী থেকে এবং তবারানী 'আল-কাবীর' ও 'আল-আওসাত' গ্রন্থে হাদীসটি বর্ণনা করেছেন। হাদীসটির সমর্থনে আরো হাদীস রয়েছে।)
(আহমাদ ইসমাঈল ইব্ন আয়্যাশ সনদে রাশিদ সিন'আনী থেকে এবং তবারানী 'আল-কাবীর' ও 'আল-আওসাত' গ্রন্থে হাদীসটি বর্ণনা করেছেন। হাদীসটির সমর্থনে আরো হাদীস রয়েছে।)
كتاب الجنائز
التَّرْغِيب فِي الصَّبْر سِيمَا لمن ابْتُلِيَ فِي نَفسه أَو مَاله وَفضل الْبلَاء وَالْمَرَض والحمى وَمَا جَاءَ فِيمَن فقد بَصَره
5222- وَعَن أبي الْأَشْعَث الصَّنْعَانِيّ أَنه رَاح إِلَى مَسْجِد دمشق وهجر الرواح فلقي شَدَّاد بن أَوْس والصنابحي مَعَه فَقلت أَيْن تريدان يرحمكما الله تَعَالَى فَقَالَا نُرِيد هَهُنَا إِلَى أَخ لنا من مُضر نعوده فَانْطَلَقت مَعَهُمَا حَتَّى دخلا على ذَلِك الرجل فَقَالَا لَهُ كَيفَ أَصبَحت فَقَالَ أَصبَحت بِنِعْمَة فَقَالَ شَدَّاد أبشر بكفارات السَّيِّئَات وَحط الْخَطَايَا فَإِنِّي سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول إِن الله يَقُول إِذا ابْتليت عبدا من عبَادي مُؤمنا فحمدني على مَا ابتليته فأجروا لَهُ كَمَا كُنْتُم تجرون لَهُ وَهُوَ صَحِيح
رَوَاهُ أَحْمد من طَرِيق إِسْمَاعِيل بن عَيَّاش عَن رَاشد الصَّنْعَانِيّ وَالطَّبَرَانِيّ فِي الْكَبِير والأوسط وَله شَوَاهِد كَثِيرَة
رَوَاهُ أَحْمد من طَرِيق إِسْمَاعِيل بن عَيَّاش عَن رَاشد الصَّنْعَانِيّ وَالطَّبَرَانِيّ فِي الْكَبِير والأوسط وَله شَوَاهِد كَثِيرَة