আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২৪. অধ্যায়ঃ জানাযা
হাদীস নং: ৫২২০
অধ্যায়ঃ জানাযা
ধৈর্যধারণের প্রতি উৎসাহ প্রদান, বিশেষত সেই ব্যক্তিকে, যে তার ধন-প্রাণে বিপদাক্রান্ত হয়েছে। বালা-মুসিবত, রোগ-ব্যাধি ও জ্বর তাপের ফযীলত এবং দৃষ্টিশক্তি হারিয়ে যাওয়া ব্যক্তি সম্পর্কে বর্ণিত হাদীস সমূহঃ
৫২২০. হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন, যে বান্দাই কোন রোগে আক্রান্ত হয়, আল্লাহ্ তার আমল সংরক্ষণকারী ফিরিশতাকে নির্দেশ দেন যে, সে যে মন্দকাজ করেছে তা লিপিবদ্ধ করবে না এবং সে যে নেক কাজ করেছে তজ্জন্য দশটি নেক লিপিবদ্ধ করবে এবং সে যে নেক কাজ সুস্থ অবস্থায় করত তা তার জন্য লিপিবদ্ধ করবে, যদিও সে তা না করে।
(আবু ইয়া'লা ও ইব্ন আবিদ-দুনিয়া (র) হাদীসটি বর্ণনা করেছেন।)
(আবু ইয়া'লা ও ইব্ন আবিদ-দুনিয়া (র) হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب الجنائز
التَّرْغِيب فِي الصَّبْر سِيمَا لمن ابْتُلِيَ فِي نَفسه أَو مَاله وَفضل الْبلَاء وَالْمَرَض والحمى وَمَا جَاءَ فِيمَن فقد بَصَره
5220- وَرُوِيَ عَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم مَا من عبد يمرض مَرضا إِلَّا أَمر الله حافظه أَن مَا عمل من سَيِّئَة فَلَا يَكْتُبهَا وَمَا عمل من حَسَنَة أَن يَكْتُبهَا عشر حَسَنَات وَأَن يكْتب لَهُ من الْعَمَل الصَّالح كَمَا كَانَ يعْمل وَهُوَ صَحِيح وَإِن لم يعْمل
رَوَاهُ أَبُو يعلى وَابْن أبي الدُّنْيَا
رَوَاهُ أَبُو يعلى وَابْن أبي الدُّنْيَا