আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২৪. অধ্যায়ঃ জানাযা
হাদীস নং: ৫১৮৬
অধ্যায়ঃ জানাযা
ধৈর্যধারণের প্রতি উৎসাহ প্রদান, বিশেষত সেই ব্যক্তিকে, যে তার ধন-প্রাণে বিপদাক্রান্ত হয়েছে। বালা-মুসিবত, রোগ-ব্যাধি ও জ্বর তাপের ফযীলত এবং দৃষ্টিশক্তি হারিয়ে যাওয়া ব্যক্তি সম্পর্কে বর্ণিত হাদীস সমূহঃ
৫১৮৬. হযরত জাবির (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, কিয়ামতের দিন যখন (দুনিয়ায়) বিপদগ্রস্তদেরকে সাওয়াব প্রদান করা হবে তখন সুখী-স্বাচ্ছন্দশালীগণ আকাঙ্ক্ষা করবে যে, যদি (দুনিয়ায়) তাদের গায়ের চামড়া কাঁচি দিয়ে কেটে নেওয়া হত।
(তিরমিযী ও ইব্ন আবিদ-দুনিয়া আব্দুর রহমান ইবন মাগরা সূত্রে হাদীসটি বর্ণনা করেছেন। এছাড়া অবশিষ্ট রাবীগণ নির্ভরযোগ্য। তিরমিযী বলেন, হাদীসটি গারীব। তবারানী আল-কাবীর গ্রন্থে ইবন মাসউদ (রা)-এর সূত্রে তাঁর উপর মওকূফ রেখে হাদীসটি বর্ণনা করেছেন। উক্ত সনদে একজন অজ্ঞাতনামা রাবী রয়েছেন।)
(তিরমিযী ও ইব্ন আবিদ-দুনিয়া আব্দুর রহমান ইবন মাগরা সূত্রে হাদীসটি বর্ণনা করেছেন। এছাড়া অবশিষ্ট রাবীগণ নির্ভরযোগ্য। তিরমিযী বলেন, হাদীসটি গারীব। তবারানী আল-কাবীর গ্রন্থে ইবন মাসউদ (রা)-এর সূত্রে তাঁর উপর মওকূফ রেখে হাদীসটি বর্ণনা করেছেন। উক্ত সনদে একজন অজ্ঞাতনামা রাবী রয়েছেন।)
كتاب الجنائز
التَّرْغِيب فِي الصَّبْر سِيمَا لمن ابْتُلِيَ فِي نَفسه أَو مَاله وَفضل الْبلَاء وَالْمَرَض والحمى وَمَا جَاءَ فِيمَن فقد بَصَره
5186 - وَعَن جَابر رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يود أهل الْعَافِيَة يَوْم الْقِيَامَة حِين يعْطى أهل الْبلَاء الثَّوَاب لَو أَن جُلُودهمْ كَانَت قرضت بِالْمَقَارِيضِ
رَوَاهُ التِّرْمِذِيّ وَابْن أبي الدُّنْيَا من رِوَايَة عبد الرَّحْمَن بن مغراء وَبَقِيَّة رُوَاته ثِقَات وَقَالَ التِّرْمِذِيّ حَدِيث غَرِيب وَرَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْكَبِير عَن ابْن مَسْعُود مَوْقُوفا عَلَيْهِ وَفِيه رجل لم يسم
رَوَاهُ التِّرْمِذِيّ وَابْن أبي الدُّنْيَا من رِوَايَة عبد الرَّحْمَن بن مغراء وَبَقِيَّة رُوَاته ثِقَات وَقَالَ التِّرْمِذِيّ حَدِيث غَرِيب وَرَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْكَبِير عَن ابْن مَسْعُود مَوْقُوفا عَلَيْهِ وَفِيه رجل لم يسم