আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২৪. অধ্যায়ঃ জানাযা
হাদীস নং: ৫১৮৭
অধ্যায়ঃ জানাযা
ধৈর্যধারণের প্রতি উৎসাহ প্রদান, বিশেষত সেই ব্যক্তিকে, যে তার ধন-প্রাণে বিপদাক্রান্ত হয়েছে। বালা-মুসিবত, রোগ-ব্যাধি ও জ্বর তাপের ফযীলত এবং দৃষ্টিশক্তি হারিয়ে যাওয়া ব্যক্তি সম্পর্কে বর্ণিত হাদীস সমূহঃ
৫১৮৭. হযরত ইবন আব্বাস (রা) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেন, কিয়ামতের দিন শহীদকে উপস্থিত করা হবে এবং তাকে হিসাবের জন্য দণ্ডায়মান করা হবে, এরপর সদ্কাদানকারীকে হাযির করা হবে এবং তাকে হিসাবের জন্য দাণ্ডায়মান করা হবে। তারপর বিপদগ্রস্তদেরকে উপস্থিত করা হবে, কিন্তু তাদের জন্য কোন পাল্লা কায়েম করা হবে না, অথবা কোন আদালত কায়েম করা হবে না। অতঃপর তাদের উপর পুরস্কারের বারিবর্ষণ করা হবে। ফলে সুখী-স্বাচ্ছন্দ্যশালীগণ আল্লাহ তা'আলার উৎকৃষ্ট পুরস্কার সমূহ দেখে তাদের অবস্থানে থেকে তারা আকাঙ্ক্ষা করবে যে, যদি তাদের দেহসমূহ কাঁচি দিয়ে কেটে নেওয়া হত।
(তবারানী 'আল-কারীর' গ্রন্থে মুজা'আ ইবন যুবায়র-এর রিওয়ায়েতে হাদীসটি বর্ণনা করেছেন। মুজা'আকে বিস্তারকারী সাব্যস্ত করা হয়েছে।)
(তবারানী 'আল-কারীর' গ্রন্থে মুজা'আ ইবন যুবায়র-এর রিওয়ায়েতে হাদীসটি বর্ণনা করেছেন। মুজা'আকে বিস্তারকারী সাব্যস্ত করা হয়েছে।)
كتاب الجنائز
التَّرْغِيب فِي الصَّبْر سِيمَا لمن ابْتُلِيَ فِي نَفسه أَو مَاله وَفضل الْبلَاء وَالْمَرَض والحمى وَمَا جَاءَ فِيمَن فقد بَصَره
5187- وَعَن ابْن عَبَّاس رَضِي الله عَنْهُمَا عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ يُؤْتى بالشهيد يَوْم الْقِيَامَة فَيُوقف لِلْحسابِ ثمَّ يُؤْتى بالمتصدق فينصب لِلْحسابِ ثمَّ يُؤْتى بِأَهْل الْبلَاء فَلَا ينصب لَهُم ميزَان وَلَا ينصب لَهُم ديوَان فَيصب عَلَيْهِم الْأجر صبا حَتَّى إِن أهل الْعَافِيَة لَيَتَمَنَّوْنَ فِي الْموقف أَن أَجْسَادهم قرضت بِالْمَقَارِيضِ من حسن ثَوَاب الله
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْكَبِير من رِوَايَة مجاعَة بن الزبير وَقد وثق
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْكَبِير من رِوَايَة مجاعَة بن الزبير وَقد وثق