আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২৪. অধ্যায়ঃ জানাযা

হাদীস নং: ৫১৮৫
অধ্যায়ঃ জানাযা
ধৈর্যধারণের প্রতি উৎসাহ প্রদান, বিশেষত সেই ব্যক্তিকে, যে তার ধন-প্রাণে বিপদাক্রান্ত হয়েছে। বালা-মুসিবত, রোগ-ব্যাধি ও জ্বর তাপের ফযীলত এবং দৃষ্টিশক্তি হারিয়ে যাওয়া ব্যক্তি সম্পর্কে বর্ণিত হাদীস সমূহঃ
৫১৮৫. হযরত আবু সাঈদ (রা) থেকে বর্ণিত আছে যে, তিনি রাসূলুল্লাহ্ (ﷺ)-এর নিকট গেলেন। রাসূলুল্লাহ (ﷺ) জ্বরে আক্রান্ত। তাঁর গায়ে ছিল একটি চাদর। আবু সাঈদ (রা) চাদরের উপর স্বীয় হাত রাখলেন এবং বললেন, ইয়া রাসূলাল্লাহ (ﷺ)। আপনার কী যে ভীষণ জ্বর। তিনি বললেন, এমনি আমাদেরকে কঠোর মুসিবতে আক্রান্ত করা হয় এবং আমাদের সাওয়াব দ্বিগুণ করে দেওয়া হয়। তারপর তিনি জিজ্ঞেস করলেন, ইয়া রাসুলাল্লাহ (ﷺ)। সর্বাধিক মুসিবতে আক্রান্ত মানুষ কারা? তিনি বললেন, নবীগণ। আবু সাঈদ (রা) জিজ্ঞেস করলেন, তারপর কারা? তিনি বললেন, আলিমগণ। আবু সাঈদ (রা) জিজ্ঞেস করলেন, তারপর কারা? তিনি বললেন, নেককারগণ তাদের মধ্যে কাউ কাউকে উকুনে আক্রান্ত করা হত। এভাবে উকুন তাকে (কেটে) মেরে ফেলত। কাউ কাউকে দারিদ্রে আক্রান্ত করা হত। ফলে সে চোগা ব্যতীত পরিধান করার মত কিছু পেত না। তোমরা বখশিশ পেয়ে যতটুকু আনন্দিত হও তাদের কেউ কেউ মুসিবতে আক্রান্ত হয়ে তার চেয়ে বেশি আনন্দিত থাকত।
(ইবন মাজাহ, ইব্‌ন আবিদ-দুনিয়া 'কিতাবুল মারয ওয়াল কাফ্ফারাত'-এ এবং হাকিম হাদীসটি বর্ণনা করেছেন। হাদীসটির উল্লিখিত ভাষা হাকিম বর্ণিত। তিনি বলেন, হাদীসটি মুসলিমের শর্ত অনুযায়ী সহীহ। উক্ত রিওয়ায়েতের বহু সমর্থক হাদীস রয়েছে।)
كتاب الجنائز
التَّرْغِيب فِي الصَّبْر سِيمَا لمن ابْتُلِيَ فِي نَفسه أَو مَاله وَفضل الْبلَاء وَالْمَرَض والحمى وَمَا جَاءَ فِيمَن فقد بَصَره
5185- وَعَن أبي سعيد رَضِي الله عَنهُ أَنه دخل على رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم وَهُوَ موعوك عَلَيْهِ قطيفة فَوضع يَده فَوق القطيفة فَقَالَ مَا أَشد حماك يَا رَسُول الله قَالَ إِنَّا كَذَلِك يشدد علينا الْبلَاء ويضاعف لنا الْأجر ثمَّ قَالَ يَا رَسُول الله من أَشد النَّاس بلَاء قَالَ الْأَنْبِيَاء
قَالَ ثمَّ من قَالَ الْعلمَاء
قَالَ ثمَّ من قَالَ الصالحون كَانَ أحدهم يبتلى بالقمل حَتَّى يقْتله ويبتلى أحدهم بالفقر حَتَّى مَا يجد إِلَّا العباءة يلبسهَا ولأحدهم كَانَ أَشد فَرحا بالبلاء من أحدكُم بالعطاء

رَوَاهُ ابْن مَاجَه وَابْن أبي الدُّنْيَا فِي كتاب الْمَرَض
وَالْكَفَّارَات وَالْحَاكِم وَاللَّفْظ لَهُ وَقَالَ صَحِيح على شَرط مُسلم وَله شَوَاهِد كَثِيرَة
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ৫১৮৫ | মুসলিম বাংলা