আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২৪. অধ্যায়ঃ জানাযা

হাদীস নং: ৫১৬৬
অধ্যায়ঃ জানাযা
অধ্যায়: জানাযা ও তার পূর্ববর্তী বিষয়াদির বর্ণনা।
ক্ষমা ও নিরাপত্তা কামনার প্রতি উৎসাহ প্রদান
৫১৬৬. হযরত আনাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ (ﷺ) বলেছেন, আযান ও ইকামতের মধ্যবর্তী দু'আ প্রত্যাখ্যাত হয় না। সাহাবায়ে কিরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসুলাল্লাহ(ﷺ)। তবে আমরা কি বলব?" তিনি বললেন, তোমরা আল্লাহর কাছে দুনিয়াও আখিরাতের নিরাপত্তা প্রার্থনা করবে।
(তিরমিযী (র) হাদীসটি বর্ণনা করে বলেন, হাদীসটি হাসান।)
كتاب الجنائز
كتاب الْجَنَائِز وَمَا يتقدمها
التَّرْغِيب فِي سُؤال الْعَفو والعافية
5166- وَعَن أنس رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم الدُّعَاء لَا يرد بَين الْأَذَان وَالْإِقَامَة
قَالُوا فَمَاذَا نقُول يَا رَسُول الله قَالَ سلوا الله الْعَافِيَة فِي الدُّنْيَا وَالْآخِرَة

رَوَاهُ التِّرْمِذِيّ وَقَالَ حَدِيث حسن
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ৫১৬৬ | মুসলিম বাংলা