আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২৪. অধ্যায়ঃ জানাযা

হাদীস নং: ৫১৬৭
অধ্যায়ঃ জানাযা
অধ্যায়: জানাযা ও তার পূর্ববর্তী বিষয়াদির বর্ণনা।
ক্ষমা ও নিরাপত্তা কামনার প্রতি উৎসাহ প্রদান
৫১৬৭. হযরত ইবন উমার (রা)-সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেন, আল্লাহর কাছে সুস্বাস্থ্যের চাইতে তাঁর প্রিয়তর কোন কিছুর প্রার্থনা করা হয়নি।
(তিরমিযী (র) হাদীসটি বর্ণনা করে বলেন, হাদীসটি গারীব। ইব্‌ন আবিদ-দুনিয়া ও হাকিম (র) অপর এক হাদীসের অংশ বিশেষরূপে উপরিউক্ত হাদীসটি বর্ণনা করেছেন। হাকিম বলেন, এর সনদ সহীহ।
[হাফিয (র) বলেনঃ] তাঁরা সকলেই আব্দুর রহমান ইবন আবু বকর মালীকীর সনদে হাদীসটি বর্ণনা করেছেন। তিনি মূসা ইবন উকবার সূত্রে নাফি'-এর মধ্যস্থতায় ইবন উমর (রা) থেকে হাদীস বর্ণনার ক্ষেত্রে নির্ভরযোগ্য নন।)
كتاب الجنائز
كتاب الْجَنَائِز وَمَا يتقدمها
التَّرْغِيب فِي سُؤال الْعَفو والعافية
5167- وَعَن ابْن عمر رَضِي الله عَنْهُمَا عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ مَا سُئِلَ الله شَيْئا أحب إِلَيْهِ من الْعَافِيَة

رَوَاهُ التِّرْمِذِيّ وَقَالَ حَدِيث غَرِيب وَابْن أبي الدُّنْيَا وَالْحَاكِم فِي حَدِيث وَقَالَ صَحِيح الْإِسْنَاد
قَالَ الْحَافِظ رَوَوْهُ كلهم من طَرِيق عبد الرَّحْمَن بن أبي بكر الْمليكِي وَهُوَ ذَاهِب الحَدِيث عَن مُوسَى بن عقبَة عَن نَافِع عَنهُ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ৫১৬৭ | মুসলিম বাংলা