আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২৪. অধ্যায়ঃ জানাযা
হাদীস নং: ৫১৬৫
অধ্যায়ঃ জানাযা
অধ্যায়: জানাযা ও তার পূর্ববর্তী বিষয়াদির বর্ণনা।
ক্ষমা ও নিরাপত্তা কামনার প্রতি উৎসাহ প্রদান
ক্ষমা ও নিরাপত্তা কামনার প্রতি উৎসাহ প্রদান
৫১৬৫. হযরত ইবন আব্বাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী (ﷺ) বলেছেন, হে আব্বাস। হে নবী (ﷺ)-এর চাচা। অধিকহারে সুস্বাস্থ্যের দু'আ করুন।
(ইবন আবিদ-দুনিয়া ও হাকিম (র) হাদীসটি বর্ণনা করেছেন। হাকিম বলেন, হাদীসটি বুখারীর শর্ত অনুযায়ী সহীহ্।)
(ইবন আবিদ-দুনিয়া ও হাকিম (র) হাদীসটি বর্ণনা করেছেন। হাকিম বলেন, হাদীসটি বুখারীর শর্ত অনুযায়ী সহীহ্।)
كتاب الجنائز
كتاب الْجَنَائِز وَمَا يتقدمها
التَّرْغِيب فِي سُؤال الْعَفو والعافية
التَّرْغِيب فِي سُؤال الْعَفو والعافية
5165- وَعَن ابْن عَبَّاس رَضِي الله عَنْهُمَا قَالَ قَالَ النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم يَا عَبَّاس يَا عَم النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم أَكثر من الدُّعَاء بالعافية
رَوَاهُ ابْن أبي الدُّنْيَا وَالْحَاكِم وَقَالَ صَحِيح على شَرط البُخَارِيّ
رَوَاهُ ابْن أبي الدُّنْيَا وَالْحَاكِم وَقَالَ صَحِيح على شَرط البُخَارِيّ