আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২৪. অধ্যায়ঃ জানাযা
হাদীস নং: ৫১৬২
অধ্যায়ঃ জানাযা
অধ্যায়: জানাযা ও তার পূর্ববর্তী বিষয়াদির বর্ণনা।
ক্ষমা ও নিরাপত্তা কামনার প্রতি উৎসাহ প্রদান
ক্ষমা ও নিরাপত্তা কামনার প্রতি উৎসাহ প্রদান
৫১৬২. হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, বান্দা যে সব দু'আ করে তন্মধ্যে এর চেয়ে উত্তম দু'আ নেই : اللَّهُمَّ إِنِّى أَسْأَلُكَ الْعَفو والعافية "হে আল্লাহ্! আমি তোমার কাছে মার্জনা ও সুস্বাস্থ্য প্রার্থনা করছি।"
كتاب الجنائز
كتاب الْجَنَائِز وَمَا يتقدمها
التَّرْغِيب فِي سُؤال الْعَفو والعافية
التَّرْغِيب فِي سُؤال الْعَفو والعافية
5162- وَعَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم مَا من دَعْوَة يَدْعُو بهَا العَبْد أفضل من اللَّهُمَّ إِنِّي أَسأَلك الْعَفو والعافية