আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২৪. অধ্যায়ঃ জানাযা
হাদীস নং: ৫১৬৩
অধ্যায়ঃ জানাযা
অধ্যায়: জানাযা ও তার পূর্ববর্তী বিষয়াদির বর্ণনা।
ক্ষমা ও নিরাপত্তা কামনার প্রতি উৎসাহ প্রদান
ক্ষমা ও নিরাপত্তা কামনার প্রতি উৎসাহ প্রদান
৫১৬৩. অপর এক রিওয়ায়েতে আছে, হে আল্লাহ্। আমি তোমার কাছে দুনিয়া ও আখিরাতে নিরাপত্তা প্রার্থনা করছি।
(ইবন মাজাহ (র) উত্তম সনদে হাদীসটি বর্ণনা করেছেন।)
(ইবন মাজাহ (র) উত্তম সনদে হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب الجنائز
كتاب الْجَنَائِز وَمَا يتقدمها
التَّرْغِيب فِي سُؤال الْعَفو والعافية
التَّرْغِيب فِي سُؤال الْعَفو والعافية
5163- وَفِي رِوَايَة اللَّهُمَّ إِنِّي أَسأَلك المعافاة فِي الدُّنْيَا وَالْآخِرَة
رَوَاهُ ابْن مَاجَه بِإِسْنَاد جيد
رَوَاهُ ابْن مَاجَه بِإِسْنَاد جيد