আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২৪. অধ্যায়ঃ জানাযা

হাদীস নং: ৫১৬১
অধ্যায়ঃ জানাযা
অধ্যায়: জানাযা ও তার পূর্ববর্তী বিষয়াদির বর্ণনা।
ক্ষমা ও নিরাপত্তা কামনার প্রতি উৎসাহ প্রদান
৫১৬১. হযরত আবু বকর (রা) থেকে বর্ণিত। একদা তিনি মিম্বরের উপর দাঁড়িয়ে কেঁদে দিলেন। অতঃপর বললেন, রাসূলুল্লাহ (ﷺ) আমাদের সামনে প্রথম বছর মিম্বরের উপর দাঁড়িয়ে কেঁদেছিলেন। তারপর বলেছিলেন, তোমরা আল্লাহর কাছে মার্জনা ও সুস্বাস্থ্য প্রার্থনা করবে। কেননা, ঈমানের পর সুস্বাস্থ্যের চাইতে উত্তম কিছু কাউকে দেয়া হয়নি।
(তিরমিযী (র) আব্দুল্লাহ্ ইবন মুহাম্মদ ইব্‌ন আকীল সূত্রে হাদীসটি বর্ণনা করে বলেন, হাদীসটি হাসান গরীব। নাসাঈ (র) হাদীসটি বিভিন্ন সনদে বিভিন্ন সাহাবী থেকে বর্ণনা করেছেন। তন্মধ্যে একটি সনদ সহীহ্।)
كتاب الجنائز
كتاب الْجَنَائِز وَمَا يتقدمها
التَّرْغِيب فِي سُؤال الْعَفو والعافية
5161- وَعَن أبي بكرَة رَضِي الله عَنهُ أَنه قَامَ على الْمِنْبَر ثمَّ بَكَى فَقَالَ قَامَ فِينَا رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم عَام أول على الْمِنْبَر ثمَّ بَكَى فَقَالَ سلوا الله الْعَفو والعافية فَإِن أحدا لم يُعْط بعد الْيَقِين خيرا من الْعَافِيَة

رَوَاهُ التِّرْمِذِيّ من رِوَايَة عبد الله بن مُحَمَّد بن عقيل وَقَالَ حَدِيث حسن غَرِيب وَرَوَاهُ النَّسَائِيّ من طرق وَعَن جمَاعَة من الصَّحَابَة وَأحد أسانيده صَحِيح
tahqiqতাহকীক:তাহকীক চলমান