আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২৪. অধ্যায়ঃ জানাযা
হাদীস নং: ৫১৬০
অধ্যায়ঃ জানাযা
অধ্যায়: জানাযা ও তার পূর্ববর্তী বিষয়াদির বর্ণনা।
ক্ষমা ও নিরাপত্তা কামনার প্রতি উৎসাহ প্রদান
ক্ষমা ও নিরাপত্তা কামনার প্রতি উৎসাহ প্রদান
৫১৬০. হযরত আনাস (রা) থেকে বর্ণিত আছে যে, এক ব্যক্তি নবী (ﷺ)-এর কাছে এসে প্রশ্ন করল, ইয়া রাসূলাল্লাহ্। সর্বোত্তম দু'আ কি? তিনি বললেন, তুমি তোমার প্রতিপালকের কাছে দুনিয়াও আখিরাতের সুস্বাস্থ্য ও নিরাপত্তা কামনা করবে। তারপর লোকটি দ্বিতীয় দিন রাসূলুল্লাহ্ (ﷺ)-এর কাছে এসে জিজ্ঞেস করল, ইয়া রাসূলাল্লাহ্। সর্বোত্তম দু'আ কি? রাসূলুল্লাহ্ (ﷺ) তাকে পূর্বের মতই উত্তর দিলেন। এরপর লোকটি তৃতীয় দিন রাসূলুল্লাহ্ (ﷺ)-এর কাছে এসে অনুরূপ প্রশ্ন করল। উত্তরে তিনি বললেন: যদি তুমি দুনিয়ায় নিরাপত্তা লাভ করে থাক এবং আখিরাতে নিরাপত্তা লাভ করে থাক, তবে তা তুমি সফলকাম।
(তিরমিযী ও ইব্ন আবিদ দুনিয়া উত্তরে সালমা ইবন ওয়ারদান সূত্রে আনাস (রা) থেকে হাদীসটি বর্ণনা করেছেন। হাদীসটির উল্লিখিত পাঠ তিরমিযী বর্ণিত। তিরমিযী (র) বলেন, হাদীসটি হাসান।)
(তিরমিযী ও ইব্ন আবিদ দুনিয়া উত্তরে সালমা ইবন ওয়ারদান সূত্রে আনাস (রা) থেকে হাদীসটি বর্ণনা করেছেন। হাদীসটির উল্লিখিত পাঠ তিরমিযী বর্ণিত। তিরমিযী (র) বলেন, হাদীসটি হাসান।)
كتاب الجنائز
كتاب الْجَنَائِز وَمَا يتقدمها
التَّرْغِيب فِي سُؤال الْعَفو والعافية
التَّرْغِيب فِي سُؤال الْعَفو والعافية
5160- عَن أنس رَضِي الله عَنهُ أَن رجلا جَاءَ إِلَى النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فَقَالَ يَا رَسُول الله أَي الدُّعَاء أفضل قَالَ سل رَبك الْعَافِيَة والمعافاة فِي الدُّنْيَا وَالْآخِرَة ثمَّ أَتَاهُ فِي الْيَوْم الثَّانِي فَقَالَ يَا رَسُول الله أَي الدُّعَاء أفضل فَقَالَ لَهُ مثل ذَلِك ثمَّ أَتَاهُ فِي الْيَوْم الثَّالِث فَقَالَ لَهُ مثل ذَلِك قَالَ فَإِذا أَعْطَيْت الْعَافِيَة فِي الدُّنْيَا وأعطيتها فِي الْآخِرَة فقد أفلحت
رَوَاهُ التِّرْمِذِيّ وَاللَّفْظ لَهُ وَابْن أبي الدُّنْيَا كِلَاهُمَا من حَدِيث سَلمَة بن وردان عَن أنس وَقَالَ التِّرْمِذِيّ حَدِيث حسن
رَوَاهُ التِّرْمِذِيّ وَاللَّفْظ لَهُ وَابْن أبي الدُّنْيَا كِلَاهُمَا من حَدِيث سَلمَة بن وردان عَن أنس وَقَالَ التِّرْمِذِيّ حَدِيث حسن