আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২৩. অধ্যায়ঃ তাওবা ও যুহদ
হাদীস নং: ৪৮২৭
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
কম হলেও নিয়মিত আমল করার প্রতি উৎসাহ প্রদান
৪৮২৭. অপর এক রিওয়ায়েতে আছে, রাসূলুল্লাহ (ﷺ) বলেন তোমরা সঠিক পথ চলতে চেষ্টা কর এবং ভাল কাজে ব্রতী হও। জেনে রাখ, তোমাদের কারও আমল তাকে জান্নাতে প্রবেশ করাবে না এবং (আরও জেনে রাখ যে) আল্লাহর কাছে প্রিয়তম আমল হচ্ছে যে আমিলটি নিয়মিত করা হয়ে থাকে- যদিও তা কম হয়।
(বুখারী ও মুসলিম হাদীসটি বর্ণনা করেছেন। মালিক ও বুখারী (র) বর্ণিত আরেকটি রিওয়ায়েত আছে, তাতে আয়েশা (রা) বলেন: আল্লাহ্ তা'আলার কাছে সেই আমলটিই সর্বাধিক প্রিয়, যা নিয়মিত করা হয়ে থাকে। মুসলিমের আরেক রিওয়ায়েতে আছে, আল্লাহর কাছে সর্বাধিক প্রিয় আমল হচ্ছে নিয়মিত যে আমলটি করা হয়ে থাকে। যদিও তা কমও হয়। আয়েশা (রা) যখন কোন আমল করতেন, তখন তা নিয়মিত করতেন।
(আবু দাউদ ও হাদীসটি বর্ণনা করেছেন। তাঁর বর্ণিত রিওয়ায়েতের ভাষা এরকমঃ রাসূলুল্লাহ (ﷺ) বলেন: তোমাদের যতটুকু সামর্থ্য আছে, ততটুকু আমলের দায়িত্বই গ্রহণ কর। কেননা, তোমরা যে পর্যন্ত (আমল করে) বিরক্ত না হও, আল্লাহ্ তা'আলা বিরক্ত হন না। নিশ্চয় আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হচ্ছে সর্বাধিক নিয়মিতভাবে কৃত আমল যদি তা কমও হয়। রাসূলুল্লাহ (ﷺ) যখন কোন আমল করতেন, তখন তা নিয়মিত করতেন।)
(বুখারী ও মুসলিম হাদীসটি বর্ণনা করেছেন। মালিক ও বুখারী (র) বর্ণিত আরেকটি রিওয়ায়েত আছে, তাতে আয়েশা (রা) বলেন: আল্লাহ্ তা'আলার কাছে সেই আমলটিই সর্বাধিক প্রিয়, যা নিয়মিত করা হয়ে থাকে। মুসলিমের আরেক রিওয়ায়েতে আছে, আল্লাহর কাছে সর্বাধিক প্রিয় আমল হচ্ছে নিয়মিত যে আমলটি করা হয়ে থাকে। যদিও তা কমও হয়। আয়েশা (রা) যখন কোন আমল করতেন, তখন তা নিয়মিত করতেন।
(আবু দাউদ ও হাদীসটি বর্ণনা করেছেন। তাঁর বর্ণিত রিওয়ায়েতের ভাষা এরকমঃ রাসূলুল্লাহ (ﷺ) বলেন: তোমাদের যতটুকু সামর্থ্য আছে, ততটুকু আমলের দায়িত্বই গ্রহণ কর। কেননা, তোমরা যে পর্যন্ত (আমল করে) বিরক্ত না হও, আল্লাহ্ তা'আলা বিরক্ত হন না। নিশ্চয় আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হচ্ছে সর্বাধিক নিয়মিতভাবে কৃত আমল যদি তা কমও হয়। রাসূলুল্লাহ (ﷺ) যখন কোন আমল করতেন, তখন তা নিয়মিত করতেন।)
كتاب التوبة والزهد
التَّرْغِيب فِي المداومة على الْعمل وَإِن قل
4827- وَفِي رِوَايَة أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ سددوا وقاربوا وَاعْلَمُوا أَنه لن يدْخل أحدكُم عمله الْجنَّة وَإِن أحب الْأَعْمَال إِلَى الله أدومها وَإِن قل
رَوَاهُ البُخَارِيّ وَمُسلم
ولمالك وَالْبُخَارِيّ أَيْضا قَالَت كَانَ أحب الْأَعْمَال إِلَى الله عز وَجل الَّذِي يَدُوم عَلَيْهِ صَاحبه
وَلمُسلم كَانَ أحب الْأَعْمَال إِلَى الله أدومها وَإِن قل وَكَانَت عَائِشَة رَضِي الله عَنْهَا إِذا عملت الْعَمَل لَزِمته
وَرَوَاهُ أَبُو دَاوُد وَلَفظه أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ اكلفوا من الْعَمَل مَا تطيقون فَإِن الله لَا يمل حَتَّى تملوا وَإِن أحب الْعَمَل إِلَى الله أَدْوَمه وَإِن قل وَكَانَ إِذا عمل عملا أثْبته
رَوَاهُ البُخَارِيّ وَمُسلم
ولمالك وَالْبُخَارِيّ أَيْضا قَالَت كَانَ أحب الْأَعْمَال إِلَى الله عز وَجل الَّذِي يَدُوم عَلَيْهِ صَاحبه
وَلمُسلم كَانَ أحب الْأَعْمَال إِلَى الله أدومها وَإِن قل وَكَانَت عَائِشَة رَضِي الله عَنْهَا إِذا عملت الْعَمَل لَزِمته
وَرَوَاهُ أَبُو دَاوُد وَلَفظه أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ اكلفوا من الْعَمَل مَا تطيقون فَإِن الله لَا يمل حَتَّى تملوا وَإِن أحب الْعَمَل إِلَى الله أَدْوَمه وَإِن قل وَكَانَ إِذا عمل عملا أثْبته