আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২৩. অধ্যায়ঃ তাওবা ও যুহদ
হাদীস নং: ৪৮২৬
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
কম হলেও নিয়মিত আমল করার প্রতি উৎসাহ প্রদান
৪৮২৬. অপর এক রিওয়ায়েতে আয়েশা (রা) বলেন: রাসূলুল্লাহ (ﷺ) কে জিজ্ঞেস করা হল যে, আল্লাহ্ তা'আলার কাছে কোন আমলটি সবচেয়ে প্রিয়? তিনি বলেনঃ নিয়মিত যে আমলটি করা হয়ে থাকে- যদি তা কম হয়।
كتاب التوبة والزهد
التَّرْغِيب فِي المداومة على الْعمل وَإِن قل
4826- وَفِي رِوَايَة قَالَت إِن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم سُئِلَ أَي الْأَعْمَال أحب إِلَى الله قَالَ أَدْوَمه وَإِن قل