আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২৩. অধ্যায়ঃ তাওবা ও যুহদ

হাদীস নং: ৪৮২৮
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
কম হলেও নিয়মিত আমল করার প্রতি উৎসাহ প্রদান
৪৮২৮. আবূ দাউদ তাঁরই বর্ণিত অপর এক রিওয়ায়েতে বলেন। আমি আয়েশা (রা)কে জিজ্ঞেস করলাম যে, রাসূলুল্লাহ্ (ﷺ)-এর আমল কিরূপ ছিল? তিনি কি (আমলের জন্য) বিশেষ কোন দিন ঠিক নির্দিষ্ট করে নিতেন? আয়েশা (রা) বললেনঃ না; বরং তাঁর আমল ছিল অতি নিয়মিত। রাসূলুল্লাহ (ﷺ) যেরূপ আমল
করতে পারতেন, তোমাদের মধ্যে কে সেরূপ আমল করতে সক্ষম?
(তিরমিযীও হাদীসটি বর্ণনা করেছেন। তাঁর বর্ণিত রিওয়ায়েতের ভাষা এরকম: রাসূলুল্লাহ-এর কাছে সবচাইতে প্রিয় আমল ছিল, যা-সর্বদা করা হত।)
كتاب التوبة والزهد
التَّرْغِيب فِي المداومة على الْعمل وَإِن قل
4828- وَفِي رِوَايَة لَهُ قَالَ سَأَلت عَائِشَة رَضِي الله عَنْهَا كَيفَ كَانَ عمل رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم
هَل كَانَ يخص شَيْئا من الْأَيَّام قَالَت لَا كَانَ عمله دِيمَة وَأَيكُمْ يَسْتَطِيع مَا كَانَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَسْتَطِيع

وَرَوَاهُ التِّرْمِذِيّ
وَلَفظه كَانَ أحب الْأَعْمَال إِلَى رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم مَا ديم عَلَيْهِ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ৪৮২৮ | মুসলিম বাংলা