আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২৩. অধ্যায়ঃ তাওবা ও যুহদ
হাদীস নং: ৪৮২২
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
ফিতনার যুগে নেক আমলে ব্রতী হওয়ার প্রতি উৎসাহ প্রদান
৪৮২২. হযরত আবু উমায়্যা শা'বানী (র) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমি আবু সা'লাবা খুসানীকে জিজ্ঞেস করলাম (অর্থাৎ) তিনি বলেন, আমি বললাম। হে আবূ সা'লাবা। আপনি عَلَيْكُمْ أَنْفُسَكُمْ الآية "আত্মসংশোধন করাই তোমাদের কর্তব্য; তোমরা যদি সৎপথে পরিচালিত হও তবে যে পথভ্রষ্ট হয়েছ, সে তোমাদের কোন ক্ষতি করতে পারবে না।" (৫ঃ ১০৫) এ আয়াত সম্পর্কে কি বলেন। তিনি বলেন: আল্লাহর কসম। তুমি এ আয়াত সম্পর্কে একজন অবগত লোককে (আমাকে) জিজ্ঞেস করেছ। (কেননা) আমি এ আয়াত সম্পর্কে রাসূলুল্লাহ (ﷺ)-কে জিজ্ঞেস করেছিলাম। উত্তরে তিনি বলেন: সৎকাজের আদেশ করবে অসৎ কাজ থেকে নিষেধ করবে তারপর যখন তুমি লক্ষ্য করবে যে, কার্পণ্য অনুসৃত হচ্ছে, প্রবৃত্তির তাবেদারী হচ্ছে, পার্থিব স্বার্থ অগ্রাধিকার পাচ্ছে এবং প্রত্যেক রায়সম্পন্ন ব্যক্তি নিজ রায় নিজে আত্মপ্রসাদ লাভ করছে, তখন তুমি নিজেকে রক্ষা করবে এবং সাধারণ মানুষকে তোমার নিকট থেকে দূরে সরিয়ে দেবে। কেননা, তোমাদের পেছনে রয়েছে ধৈর্যের দিন। সেদিনগুলোতে ধৈর্যধারণ করা জ্বলন্ত অঙ্গার হাতে ধারণ করার মতই। (কষ্টসাধ্য হবে।) এ সময় যারা নেক আমল করবে, তারা এরূপ পঞ্চাশ ব্যক্তির সমপরিমাণ সাওয়াব পাবে, যারা (অন্য সময়) তার মত আমল করে।
(ইবন মাজাহ ও তিরমিযী (র) হাদীসটি বর্ণনা করেছেন। তিরমিযী (র) বলেন: হাদীসটি হাসান গরীব। আবু দাউদ ও হাদীসটি উল্লেখ করেছেন, তবে তিনি এতটুকু বেশী বর্ণনা করেছেন যে, "জিজ্ঞেস করা হল, ইয়া রাসূলাল্লাহ! (তারা কি) আমাদের মধ্য থেকে পঞ্চাশ জনের সাওয়াব পাবে, না-কি তাদের মধ্য থেকে পঞ্চাশ জনের। তিনি বললেন: বরং তোমাদের মধ্য থেকে পঞ্চাশ জনের।")
(ইবন মাজাহ ও তিরমিযী (র) হাদীসটি বর্ণনা করেছেন। তিরমিযী (র) বলেন: হাদীসটি হাসান গরীব। আবু দাউদ ও হাদীসটি উল্লেখ করেছেন, তবে তিনি এতটুকু বেশী বর্ণনা করেছেন যে, "জিজ্ঞেস করা হল, ইয়া রাসূলাল্লাহ! (তারা কি) আমাদের মধ্য থেকে পঞ্চাশ জনের সাওয়াব পাবে, না-কি তাদের মধ্য থেকে পঞ্চাশ জনের। তিনি বললেন: বরং তোমাদের মধ্য থেকে পঞ্চাশ জনের।")
كتاب التوبة والزهد
التَّرْغِيب فِي الْعَمَل الصَّالح عِنْد فَسَاد الزَّمَان
4822- عَن أبي أُميَّة الشَّعْبَانِي قَالَ سَأَلت أَبَا ثَعْلَبَة الْخُشَنِي قَالَ قلت يَا أَبَا ثَعْلَبَة كَيفَ تَقول فِي هَذِه الْآيَة عَلَيْكُم أَنفسكُم الْمَائِدَة 501 قَالَ أما وَالله لقد سَأَلت عَنْهَا خَبِيرا سَأَلت عَنْهَا رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم فَقَالَ ائْتَمرُوا بِالْمَعْرُوفِ وانتهوا عَن الْمُنكر حَتَّى إِذا رَأَيْت شحا مُطَاعًا وَهوى مُتبعا وَدُنْيا مُؤثرَة وَإِعْجَاب كل ذِي رَأْي برأيهفعليك بِنَفْسِك ودع عَنْك الْعَوام فَإِن من وَرَائِكُمْ أَيَّام الصَّبْر فِيهِنَّ مثل الْقَبْض على الْجَمْر لِلْعَامِلِ فِيهِنَّ مثل أجر خمسين رجلا يعْملُونَ مثل عمله
رَوَاهُ ابْن مَاجَه وَالتِّرْمِذِيّ وَقَالَ حَدِيث حسن غَرِيب وَأَبُو دَاوُد وَزَاد قيل يَا رَسُول الله أجر خمسين رجلا منا أَو مِنْهُم قَالَ بل أجر خمسين مِنْكُم
رَوَاهُ ابْن مَاجَه وَالتِّرْمِذِيّ وَقَالَ حَدِيث حسن غَرِيب وَأَبُو دَاوُد وَزَاد قيل يَا رَسُول الله أجر خمسين رجلا منا أَو مِنْهُم قَالَ بل أجر خمسين مِنْكُم