আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২৩. অধ্যায়ঃ তাওবা ও যুহদ

হাদীস নং: ৪৮২১
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
ইবাদতের জন্য ফারেগ হওয়া ও আল্লাহ তা'আলার প্রতি মনোযোগী হওয়ার জন্য উৎসাহ প্রদান এবং দুনিয়া নিয়ে ব্যস্ত হওয়া ও দুনিয়ার প্রতি ঝুঁকে পড়া সম্পর্কে সতর্কীকরণ
৪৮২১. হযরত আনাস ইবন মালিক (রা)-এর সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ দুনিয়ার ব্যাপারে
দুশ্চিন্তা নিয়ে যার প্রভাত হয়, তার প্রতিপালকের প্রতি অসন্তুষ্ট অবস্থায়ী তার প্রভাত হয়।
(তাবারানী হাদীসটি বর্ণনা করেছেন।)
[হাফিয (র) বলেনঃ] "রিযক অবলম্বনের ক্ষেত্রে মাঝামাঝি পন্থা অবলম্বন" ইত্যাদি অধ্যায়ে আলোচ্য অধ্যায়ের সাথে সামঞ্জস্যপূর্ণ একাধিক হাদীস উল্লিখিত হয়েছে এবং যুহদ অধ্যায়েও এতদসম্পর্কিত আরও কিছু হাদীস ইনশাআল্লাহ্ বর্ণিত হবে।
كتاب التوبة والزهد
التَّرْغِيب فِي الْفَرَاغ لِلْعِبَادَةِ والإقبال على الله تَعَالَى والترهيب من الاهتمام بالدنيا والانهماك عَلَيْهَا
4821- وَرُوِيَ عَن أنس بن مَالك رَضِي الله عَنهُ عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ من أصبح حَزينًا على الدُّنْيَا أصبح ساخطا على ربه

رَوَاهُ الطَّبَرَانِيّ
قَالَ الْحَافِظ وَتقدم فِي الاقتصاد فِي طلب الرزق وَغَيره غير مَا حَدِيث يَلِيق بِهَذَا الْبَاب وَيَأْتِي فِي الزّهْد إِن شَاءَ الله تَعَالَى أَحَادِيث أخر
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ৪৮২১ | মুসলিম বাংলা