আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২৩. অধ্যায়ঃ তাওবা ও যুহদ
হাদীস নং: ৪৮২৩
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
ফিতনার যুগে নেক আমলে ব্রতী হওয়ার প্রতি উৎসাহ প্রদান
৪৮২৩. হযরত মা'কিল ইবন ইয়াসার (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) বলেন, ফিতনার সময় ইবাদত করা
এর সাওয়াব আমার কাছে হিজরত করে আসার মতই।
(মুসলিম, তিরমিযী ও ইবন মাজাহ (র) হাদীসটি বর্ণনা করেছেন।)
শব্দ বিশ্লেষণ: হাদীসে উক্ত الهرج শব্দটির অর্থ ফিতনা-ফাসাদ। কোন কোন হাদীসে 'হত্যা' দ্বারা এর ব্যাখ্যা করা হয়েছে। কেননা, ফিতনা-ফাসাদ হত্যা-জিঘাংসার উপকরণ। তাই আসল লক্ষ্যকে উপকরণের স্থলে স্থলাভিষিক্ত করা হয়েছে।
এর সাওয়াব আমার কাছে হিজরত করে আসার মতই।
(মুসলিম, তিরমিযী ও ইবন মাজাহ (র) হাদীসটি বর্ণনা করেছেন।)
শব্দ বিশ্লেষণ: হাদীসে উক্ত الهرج শব্দটির অর্থ ফিতনা-ফাসাদ। কোন কোন হাদীসে 'হত্যা' দ্বারা এর ব্যাখ্যা করা হয়েছে। কেননা, ফিতনা-ফাসাদ হত্যা-জিঘাংসার উপকরণ। তাই আসল লক্ষ্যকে উপকরণের স্থলে স্থলাভিষিক্ত করা হয়েছে।
كتاب التوبة والزهد
التَّرْغِيب فِي الْعَمَل الصَّالح عِنْد فَسَاد الزَّمَان
4823- وَعَن معقل بن يسَار رَضِي الله عَنهُ أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ عبَادَة فِي الْهَرج كهجرة إِلَيّ
رَوَاهُ مُسلم وَالتِّرْمِذِيّ وَابْن مَاجَه
الْهَرج هُوَ الِاخْتِلَاف والفتن وَقد فسر فِي بعض الْأَحَادِيث بِالْقَتْلِ لِأَن الْفِتَن وَالِاخْتِلَاف من أَسبَابه فأقيم الْمُسَبّب مقَام السَّبَب
\
رَوَاهُ مُسلم وَالتِّرْمِذِيّ وَابْن مَاجَه
الْهَرج هُوَ الِاخْتِلَاف والفتن وَقد فسر فِي بعض الْأَحَادِيث بِالْقَتْلِ لِأَن الْفِتَن وَالِاخْتِلَاف من أَسبَابه فأقيم الْمُسَبّب مقَام السَّبَب
\