আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২৩. অধ্যায়ঃ তাওবা ও যুহদ
হাদীস নং: ৪৮১৮
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
ইবাদতের জন্য ফারেগ হওয়া ও আল্লাহ তা'আলার প্রতি মনোযোগী হওয়ার জন্য উৎসাহ প্রদান এবং দুনিয়া নিয়ে ব্যস্ত হওয়া ও দুনিয়ার প্রতি ঝুঁকে পড়া সম্পর্কে সতর্কীকরণ
৪৮১৮. হযরত ইবন উমর (রা)-এর সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেন, যে ব্যক্তি একটি মাত্র চিন্তাকে (আল্লাহর সন্তুষ্টিকে) নিজের চিন্তারূপে গ্রহণ করে, আল্লাহ তা'আলা তার দুনিয়ার দুশ্চিন্তার জন্যে যথেষ্ট হয়ে যান। পক্ষান্তরে, যাকে বহুবিধ চিন্তা-ভাবনা পেয়ে বসেছে সে দুনিয়ার কোন বিয়াবানে গিয়ে ধ্বংস হল, তা আল্লাহ্ তা'আলা তার পরওয়া করেন না।
(হাকিম (র) হাদীসটি বর্ণনা করেছেন। বায়হাকী হাদীসটি হাকিমের সনদে এবং ভিন্ন সনদে উল্লেখ করেছেন। হাকিম (র) বলেন: এর সনদ সহীহ। ইবন মাজা হাদীসটি ইবন মাসউদ (রা)-এর সূত্রে বর্ণনা করেছেন।)
(হাকিম (র) হাদীসটি বর্ণনা করেছেন। বায়হাকী হাদীসটি হাকিমের সনদে এবং ভিন্ন সনদে উল্লেখ করেছেন। হাকিম (র) বলেন: এর সনদ সহীহ। ইবন মাজা হাদীসটি ইবন মাসউদ (রা)-এর সূত্রে বর্ণনা করেছেন।)
كتاب التوبة والزهد
التَّرْغِيب فِي الْفَرَاغ لِلْعِبَادَةِ والإقبال على الله تَعَالَى والترهيب من الاهتمام بالدنيا والانهماك عَلَيْهَا
4818- وَعَن ابْن عمر رَضِي الله عَنْهُمَا عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ من جعل الْهم هما وَاحِدًا كَفاهُ الله هم دُنْيَاهُ وَمن تشعبته الهموم لم يبال الله فِي أَي أَوديَة الدُّنْيَا هلك
رَوَاهُ الْحَاكِم وَالْبَيْهَقِيّ من طَرِيقه وَغَيرهَا وَقَالَ الْحَاكِم صَحِيح الْإِسْنَاد وَرَوَاهُ ابْن مَاجَه فِي حَدِيث عَن ابْن مَسْعُود
رَوَاهُ الْحَاكِم وَالْبَيْهَقِيّ من طَرِيقه وَغَيرهَا وَقَالَ الْحَاكِم صَحِيح الْإِسْنَاد وَرَوَاهُ ابْن مَاجَه فِي حَدِيث عَن ابْن مَسْعُود