আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২৩. অধ্যায়ঃ তাওবা ও যুহদ

হাদীস নং: ৪৮১৯
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
ইবাদতের জন্য ফারেগ হওয়া ও আল্লাহ তা'আলার প্রতি মনোযোগী হওয়ার জন্য উৎসাহ প্রদান এবং দুনিয়া নিয়ে ব্যস্ত হওয়া ও দুনিয়ার প্রতি ঝুঁকে পড়া সম্পর্কে সতর্কীকরণ
৪৮১৯. ইবন মাজার অপর এক রিওয়ায়েতে হযরত ইবন মাসউদ (রা)-থেকেই বর্ণিত আছে। তিনি বলেনঃ আমি তোমাদের নবী (ﷺ)-কে বলতে শুনেছি, যে ব্যক্তি আখিরাতের চিন্তাকে নিজের একমাত্র চিন্তারূপে গ্রহণ করে আল্লাহ্ তা'আলা তার দুনিয়ার চিন্তা-ভাবনার জন্যে যথেষ্ট হয়ে যান। পক্ষান্তরে, যাকে দুনিয়ার চিন্তা-ভাবনা গ্রাস করে বসে, সে দুনিয়ার কোন বিয়াবানে গিয়ে ধ্বংস হয়, আল্লাহ্ তা'আলা তার পরওয়া করেন না।
كتاب التوبة والزهد
التَّرْغِيب فِي الْفَرَاغ لِلْعِبَادَةِ والإقبال على الله تَعَالَى والترهيب من الاهتمام بالدنيا والانهماك عَلَيْهَا
4819- وَفِي رِوَايَة لَهُ عَن ابْن مَسْعُود أَيْضا قَالَ سَمِعت نَبِيكُم صلى الله عَلَيْهِ وَسلم يَقُول من جعل الهموم
هما وَاحِدًا هم الْمعَاد كَفاهُ الله هم دُنْيَاهُ وَمن تشعبت بِهِ الهموم أَحْوَال الدُّنْيَا لم يبال الله عز وَجل فِي أَي أوديته هلك
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ৪৮১৯ | মুসলিম বাংলা