আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২৩. অধ্যায়ঃ তাওবা ও যুহদ
হাদীস নং: ৪৮১৭
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
ইবাদতের জন্য ফারেগ হওয়া ও আল্লাহ তা'আলার প্রতি মনোযোগী হওয়ার জন্য উৎসাহ প্রদান এবং দুনিয়া নিয়ে ব্যস্ত হওয়া ও দুনিয়ার প্রতি ঝুঁকে পড়া সম্পর্কে সতর্কীকরণ
৪৮১৭. হযরত ইমরান ইবন হুসায়ন (রা) থেকে বর্ণিত। তিনি বলেন: রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যে ব্যক্তি একান্তই আল্লাহমুখী হয়ে পড়ে, আল্লাহ্ তা'আলা তার সকল সমস্যার সমাধান করে দেন এবং এমন স্থান থেকে তার রিযকের ব্যবস্থা করে দেন, যা সে কল্পনা করতে পারে না। পক্ষান্তরে, যে ব্যক্তি একান্তই দুনিয়ামুখী হয়ে পড়ে, আল্লাহ্ তা'আলা তাকে দুনিয়ার হাতেই অর্পণ করেন। (সাহায্য করেন না।)
(আবু শায়খ ইবন হিব্বান ও বায়হাকী হাদীসটি হাসান-এর সূত্রে ইমরান থেকে বর্ণনা করেছেন। তবে ইমরান থেকে হাসানের হাদীস শোনার ব্যাপারে মতভেদ রয়েছে।)
(আবু শায়খ ইবন হিব্বান ও বায়হাকী হাদীসটি হাসান-এর সূত্রে ইমরান থেকে বর্ণনা করেছেন। তবে ইমরান থেকে হাসানের হাদীস শোনার ব্যাপারে মতভেদ রয়েছে।)
كتاب التوبة والزهد
التَّرْغِيب فِي الْفَرَاغ لِلْعِبَادَةِ والإقبال على الله تَعَالَى والترهيب من الاهتمام بالدنيا والانهماك عَلَيْهَا
4817- وَعَن عمرَان بن حُصَيْن رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم من انْقَطع إِلَى الله عز وَجل كَفاهُ الله كل مُؤنَة ورزقه من حَيْثُ لَا يحْتَسب وَمن انْقَطع إِلَى الدُّنْيَا وَكله الله إِلَيْهَا
رَوَاهُ أَبُو الشَّيْخ ابْن حبَان وَالْبَيْهَقِيّ من رِوَايَة الْحسن عَن عمرَان وَاخْتلف فِي سَمَاعه مِنْهُ
رَوَاهُ أَبُو الشَّيْخ ابْن حبَان وَالْبَيْهَقِيّ من رِوَايَة الْحسن عَن عمرَان وَاخْتلف فِي سَمَاعه مِنْهُ