আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২৩. অধ্যায়ঃ তাওবা ও যুহদ

হাদীস নং: ৪৮১৬
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
ইবাদতের জন্য ফারেগ হওয়া ও আল্লাহ তা'আলার প্রতি মনোযোগী হওয়ার জন্য উৎসাহ প্রদান এবং দুনিয়া নিয়ে ব্যস্ত হওয়া ও দুনিয়ার প্রতি ঝুঁকে পড়া সম্পর্কে সতর্কীকরণ
৪৮১৬. হযরত আনাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন: রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, আখিরাত যার চিন্তার বস্তু হয়, আল্লাহ তা'আলা তার অন্তরে অভাবশূন্যতার ভাব দান করেন, তার বিক্ষিপ্ত কাজ-কারবারকে গুছিয়ে দেন এবং দুনিয়া তার কাছে অবনত হয়ে আসে। পক্ষান্তরে দুনিয়া যার চিন্তার বস্তু হয়, আল্লাহ তা'আলা অভাবকে তার দু'চোখের মাঝখানে স্থাপন করে দেন, তার গোছালো কাজ-কারবারকে বিক্ষিপ্ত করে দেন এবং দুনিয়ার যতটুকু তার জন্যে নির্ধারিত রয়েছে, তাই তার কাছে আসে।
(তিরমিযী ইয়াযীদ রাক্কাশীর সূত্রে হাদীসটি বর্ণনা করেছেন। ইয়াযীদ রাক্কাশীর নির্ভরযোগ্যতা স্বীকার করা হয়েছে অন্যান্য রিওয়ায়েতের পোষকতায় তার বর্ণিত রিওয়ায়েত গ্রহণে কোন অসুবিধা নেই। বাযযারও তা বর্ণিত রেওয়ায়েতের ভাষা এরকম: রাসূলুল্লাহ বলেন: আখিরাতই যার উদ্দিষ্ট হয়, আল্লাহ্ তাবারাকা ওয়া তা'আলা তার অন্তরে অভাব শূন্যতার ভাব দান করেন, তার বিক্ষিপ্ত কাজ-কারবারকে তার জন্য গুছিয়ে দেন, তার দু'চোখের সামনে থেকে অভাব তুলে নেন এবং দুনিয়া তার কাছে অবনত হয়ে আসে। সুতরাং সে অভাবমুক্ত অবস্থায়ই ভোরবেলায় জাগ্রত হয় এবং অভাবমুক্ত অবস্থায়ই সন্ধ্যায় উপনীত হয়। পক্ষান্তরে দুনিয়া যার উদ্দিষ্ট হয়, আল্লাহ তা'আলা অভাবকে তার দুচোখের সামনে স্থাপন করে দেন। ফলে সে অভাবগ্রস্ত অবস্থায়ই ভোরবেলায় জাগ্রত হয় এবং অভাবগ্রস্ত অবস্থায়ই সন্ধ্যায় উপনীত হয়। তাবারানী (র) হাদীসটি ভিন্ন ভাষায় বর্ণনা করেছেন, যা 'ইকতিসাদ অধ্যায়ে' উল্লিখিত হয়েছে।)
كتاب التوبة والزهد
التَّرْغِيب فِي الْفَرَاغ لِلْعِبَادَةِ والإقبال على الله تَعَالَى والترهيب من الاهتمام بالدنيا والانهماك عَلَيْهَا
4816- وَعَن أنس رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم من كَانَت الْآخِرَة همه جعل الله غناهُ فِي قلبه وَجمع لَهُ شَمله وأتته الدُّنْيَا وَهِي راغمة وَمن كَانَت الدُّنْيَا همه جعل الله فقره بَين عَيْنَيْهِ وَفرق عَلَيْهِ شَمله وَلم يَأْته من الدُّنْيَا إِلَّا مَا قدر لَهُ

رَوَاهُ التِّرْمِذِيّ عَن يزِيد الرقاشِي عَنهُ وَيزِيد قد وثق وَلَا بَأْس بِهِ فِي المتابعات وَرَوَاهُ الْبَزَّار وَلَفظه قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم من كَانَت نِيَّته الْآخِرَة جعل الله تبَارك وَتَعَالَى الْغنى فِي قلبه وَجمع لَهُ شَمله وَنزع الْفقر من بَين عَيْنَيْهِ وأتته الدُّنْيَا وَهِي راغمة فَلَا يصبح إِلَّا غَنِيا وَلَا يُمْسِي إِلَّا غَنِيا وَمن كَانَت نِيَّته الدُّنْيَا جعل الله الْفقر بَين عَيْنَيْهِ فَلَا يصبح إِلَّا فَقِيرا وَلَا يُمْسِي إِلَّا فَقِيرا
وَرَوَاهُ الطَّبَرَانِيّ بِلَفْظ تقدم فِي الاقتصاد
tahqiqতাহকীক:তাহকীক চলমান