আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২৩. অধ্যায়ঃ তাওবা ও যুহদ
হাদীস নং: ৪৮০৪
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
অধ্যায়: তাওবা ও যুহদ।
তাওবা করা, তাওবার প্রতি ধাবিত হওয়া এবং মন্দকাজের পর ভালকাজ করার প্রতি উৎসাহ প্রদান
তাওবা করা, তাওবার প্রতি ধাবিত হওয়া এবং মন্দকাজের পর ভালকাজ করার প্রতি উৎসাহ প্রদান
৪৮০৪. হযরত আবদুল্লাহ্ ইব্ন আমর (রা) থেকে বর্ণিত আছে যে, মু'আয ইবন জাবাল (রা) যখন সফরে যেতে মনস্থ করলেন তখন বললেন, ইয়া রাসূলাল্লাহ (ﷺ)! আমাকে উপদেশ দিন। তিনি বললেন, আল্লাহর ইবাদত করবে এবং তাঁর সাথে কোন বস্তুকে শরীক সাব্যস্ত করবে না। মু'আয বললেনঃ ইয়া রাসূলাল্লাহ(ﷺ)! আমাকে আরও কিছু উপদেশ দিন! তিনি বললেন, যখন তুমি (কোন) মন্দ কাজ করে ফেল, তখন তারপরই তুমি একটি ভাল কাজ করে ফেলবে এবং তোমার চরিত্র উত্তম থাকতে হবে।
(ইবন হিব্বান (র) তাঁর 'সহীহ্'-এ হাদীসটি বর্ণনা করেছেন। হাকিম (র) হাদীসটি বর্ণনা করে বলেন: এর সনদ সহীহ্।)
(ইবন হিব্বান (র) তাঁর 'সহীহ্'-এ হাদীসটি বর্ণনা করেছেন। হাকিম (র) হাদীসটি বর্ণনা করে বলেন: এর সনদ সহীহ্।)
كتاب التوبة والزهد
كتاب التَّوْبَة والزهد
التَّرْغِيب فِي التَّوْبَة والمبادرة بهَا وإتباع السَّيئَة الْحَسَنَة
التَّرْغِيب فِي التَّوْبَة والمبادرة بهَا وإتباع السَّيئَة الْحَسَنَة
4804- وَعَن عبد الله بن عَمْرو رَضِي الله عَنْهُمَا أَن معَاذ بن جبل أَرَادَ سفرا فَقَالَ يَا رَسُول الله أوصني
قَالَ اعبد الله وَلَا تشرك بِهِ شَيْئا قَالَ يَا رَسُول الله زِدْنِي قَالَ إِذا أَسَأْت فَأحْسن وليحسن خلقك
رَوَاهُ ابْن حبَان فِي صَحِيحه وَالْحَاكِم وَقَالَ صَحِيح الْإِسْنَاد
قَالَ اعبد الله وَلَا تشرك بِهِ شَيْئا قَالَ يَا رَسُول الله زِدْنِي قَالَ إِذا أَسَأْت فَأحْسن وليحسن خلقك
رَوَاهُ ابْن حبَان فِي صَحِيحه وَالْحَاكِم وَقَالَ صَحِيح الْإِسْنَاد