আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২৩. অধ্যায়ঃ তাওবা ও যুহদ
হাদীস নং: ৪৮০৩
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
অধ্যায়: তাওবা ও যুহদ।
তাওবা করা, তাওবার প্রতি ধাবিত হওয়া এবং মন্দকাজের পর ভালকাজ করার প্রতি উৎসাহ প্রদান
তাওবা করা, তাওবার প্রতি ধাবিত হওয়া এবং মন্দকাজের পর ভালকাজ করার প্রতি উৎসাহ প্রদান
৪৮০৩. হযরত উকবা ইব্ন আমির (রা) থেকে বর্ণিত। তিনি বলেন: রাসূলাল্লাহ্ (ﷺ) বলেছেন, নিশ্চয় যে ব্যক্তি মন্দ কাজ করে, তারপর ভাল কাজ করে, তার দৃষ্টান্ত এমন ব্যক্তির মত, যার গায়ে ছিল একটি সংকীর্ণ বর্ম। বর্মটি তাকে বেশ ক্লেশ দিচ্ছিল। এরপর সে একটি পুণ্য কাজ করল। ফলে তার বর্মের একটি কড়া খুলে গেল। তারপর সে আরেকটি পুণ্য কাজ করল। ফলে তার আরেকটি কড়া খুলে গেল। অবশেষে বর্মটি মাটিতে পড়ে গেল।
(আহমাদ ও তাবারানী দুই সনদে হাদীসটি বর্ণনা করেছেন। দুই সনদের মধ্যে একটির সমস্ত বর্ণনাকারী সহীহ হাদীসের রাবী।)
(আহমাদ ও তাবারানী দুই সনদে হাদীসটি বর্ণনা করেছেন। দুই সনদের মধ্যে একটির সমস্ত বর্ণনাকারী সহীহ হাদীসের রাবী।)
كتاب التوبة والزهد
كتاب التَّوْبَة والزهد
التَّرْغِيب فِي التَّوْبَة والمبادرة بهَا وإتباع السَّيئَة الْحَسَنَة
التَّرْغِيب فِي التَّوْبَة والمبادرة بهَا وإتباع السَّيئَة الْحَسَنَة
4803- وَعَن عقبَة بن عَامر رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم إِن مثل الَّذِي يعْمل السَّيِّئَات ثمَّ يعْمل الْحَسَنَات كَمثل رجل كَانَت عَلَيْهِ درع ضيقَة قد خنقته ثمَّ عمل حَسَنَة فانفكت حَلقَة ثمَّ عمل حَسَنَة أُخْرَى فانفكت أُخْرَى حَتَّى تخرج إِلَى الأَرْض
رَوَاهُ أَحْمد وَالطَّبَرَانِيّ بِإِسْنَادَيْنِ رُوَاة أَحدهمَا رُوَاة الصَّحِيح
رَوَاهُ أَحْمد وَالطَّبَرَانِيّ بِإِسْنَادَيْنِ رُوَاة أَحدهمَا رُوَاة الصَّحِيح