আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২৩. অধ্যায়ঃ তাওবা ও যুহদ
হাদীস নং: ৪৭৯৩
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
অধ্যায়: তাওবা ও যুহদ।
তাওবা করা, তাওবার প্রতি ধাবিত হওয়া এবং মন্দকাজের পর ভালকাজ করার প্রতি উৎসাহ প্রদান
তাওবা করা, তাওবার প্রতি ধাবিত হওয়া এবং মন্দকাজের পর ভালকাজ করার প্রতি উৎসাহ প্রদান
৪৭৯৩. হযরত ইবন মাসউদ (রা) থেকে বর্ণিত। তিনি বলেনঃ দু'টি জনপদ ছিল। তন্মধ্যে একটিতে ছিল সং লোকদের অধিবাস, আর অপরটিতে ছিল অসৎলোকদের অধিবাস। অসৎলোকদের জনপদ থেকে এক ব্যক্তি সৎ লোকদের জনপদের উদ্দেশ্যে (তাওবার জন্য) বের হল। ইত্যবসরে আল্লাহর ইচ্ছায় তার মৃত্যু এসে গেল। তখন তাকে নিয়ে ফিরিশতা ও শয়তান বাদানুবাদ প্রবৃত্ত হল। শয়তান বললঃ আল্লাহর কসম, সে কখনও আমার অবাধ্যতা করেনি। ফিরিশতা বলল, নিশ্চয় সে তাওবার উদ্দেশ্যে বের হয়েছে। সুতরাং তাদের উভয়ের মধ্যে এ ফয়সালা করে দেওয়া হল যে, লোকটি দুই জনপদের মধ্যে কোনটির বেশী নিকটবর্তী, তা দেখা হোক। তখন তারা (মাপের পর) সৎ লোকদের জনপদের দিকে লোকটিকে এক বিঘৎ বেশী নিকটবর্তী দেখতে পেল। ফলে তাকে ক্ষমা করে দেয়া হল। মা'মার বলেন, যার কাছে আমি (এ হাদীস) শুনেছি, তিনি বলেন, আল্লাহ তাআলাই সৎলোকদের জনপদটিকে লোকটির নিকটবর্তী করে দিয়েছিলেন।
(তাবারানী হাদীসটি সহীহ সনদে বর্ণনা করেছেন। হাদীসটি অনুরূপভাবেই আমার কাছে সংরক্ষিত তাবারানীর নুসখায় গায়রে মারফু' অর্থাৎ মাওকুফ হাদীস হিসাবে বর্ণিত হয়েছে।)
(তাবারানী হাদীসটি সহীহ সনদে বর্ণনা করেছেন। হাদীসটি অনুরূপভাবেই আমার কাছে সংরক্ষিত তাবারানীর নুসখায় গায়রে মারফু' অর্থাৎ মাওকুফ হাদীস হিসাবে বর্ণিত হয়েছে।)
كتاب التوبة والزهد
كتاب التَّوْبَة والزهد
التَّرْغِيب فِي التَّوْبَة والمبادرة بهَا وإتباع السَّيئَة الْحَسَنَة
التَّرْغِيب فِي التَّوْبَة والمبادرة بهَا وإتباع السَّيئَة الْحَسَنَة
4793- وَعَن ابْن مَسْعُود رَضِي الله عَنهُ قَالَ كَانَت قَرْيَتَانِ إِحْدَاهمَا صَالِحَة وَالْأُخْرَى ظالمة فَخرج رجل من الْقرْيَة الظالمة يُرِيد الْقرْيَة الصَّالِحَة فَأَتَاهُ الْمَوْت حَيْثُ شَاءَ الله فاختصم فِيهِ الْملك والشيطان فَقَالَ الشَّيْطَان وَالله مَا عَصَانِي قطّ فَقَالَ الْملك إِنَّه قد خرج يُرِيد التَّوْبَة فقضي بَينهمَا أَن ينظر إِلَى أَيهمَا أقرب فوجدوه أقرب إِلَى الْقرْيَة الصَّالِحَة بشبر فغفر لَهُ
قَالَ معمر وَسمعت من يَقُول قرب الله إِلَيْهِ الْقرْيَة الصَّالِحَة
رَوَاهُ الطَّبَرَانِيّ بِإِسْنَاد صَحِيح وَهُوَ هَكَذَا فِي نُسْخَتي غير مَرْفُوع
قَالَ معمر وَسمعت من يَقُول قرب الله إِلَيْهِ الْقرْيَة الصَّالِحَة
رَوَاهُ الطَّبَرَانِيّ بِإِسْنَاد صَحِيح وَهُوَ هَكَذَا فِي نُسْخَتي غير مَرْفُوع