আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২২. অধ্যায়ঃ শিষ্টাচার
হাদীস নং: ৪৭০৮
অধ্যায়ঃ শিষ্টাচার
শামে (সিরিয়া) আবাস গ্রহণের প্রতি উৎসাহ দান ও শামের (সিরিয়ার) ফযীলত সম্পর্কিত হাদীসসমূহ
৪৭০৮. হযরত সালিম ইবন আবদুল্লাহ্ (রা)-এর সূত্রে তাঁর পিতা থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, শেষ যুগে হাদ্রামাওত থেকে তোমাদের উপর একটি অগ্নি প্রকাশ পাবে, যা মানুষকে একত্রিত করে ফেলবে। আবদুল্লাহ্ (ইবন উমর) বলেন, আমরা বললাম, ইয়া রাসূলাল্লাহ্ (ﷺ)। তখন আমাদেরকে কি করতে বলেন? তিনি বললেনঃ (তখন) তোমরা শামে অবস্থান করো।
(আহমাদ ও তিরমিযী হাদীসটি বর্ণনা করেছেন। ইবন হিব্বান এ হাদীস তাঁর সহীহ-এ উল্লেখ করেছেন। তিরমিযী বলেন: হাদীসটি হাসান সহীহ।)
(আহমাদ ও তিরমিযী হাদীসটি বর্ণনা করেছেন। ইবন হিব্বান এ হাদীস তাঁর সহীহ-এ উল্লেখ করেছেন। তিরমিযী বলেন: হাদীসটি হাসান সহীহ।)
كتاب الأدب
التَّرْغِيب فِي سُكْنى الشَّام وَمَا جَاءَ فِي فَضلهَا
4708- وَعَن سَالم بن عبد الله عَن أَبِيه رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم سيخرج عَلَيْكُم فِي آخر الزَّمَان نَار من حضر موت تحْشر النَّاس
قَالَ قُلْنَا بِمَا تَأْمُرنَا يَا رَسُول الله قَالَ عَلَيْكُم بِالشَّام
رَوَاهُ أَحْمد وَالتِّرْمِذِيّ وَابْن حبَان فِي صَحِيحه وَقَالَ التِّرْمِذِيّ حَدِيث حسن صَحِيح
قَالَ قُلْنَا بِمَا تَأْمُرنَا يَا رَسُول الله قَالَ عَلَيْكُم بِالشَّام
رَوَاهُ أَحْمد وَالتِّرْمِذِيّ وَابْن حبَان فِي صَحِيحه وَقَالَ التِّرْمِذِيّ حَدِيث حسن صَحِيح