আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২২. অধ্যায়ঃ শিষ্টাচার
হাদীস নং: ৪৭০৭
অধ্যায়ঃ শিষ্টাচার
শামে (সিরিয়া) আবাস গ্রহণের প্রতি উৎসাহ দান ও শামের (সিরিয়ার) ফযীলত সম্পর্কিত হাদীসসমূহ
৪৭০৭. হযরত যায়িদ ইব্ন সাবিত (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) একদিন বললেন, তখন
আমরাও তার কাছে ছিলাম-শামের জন্য সুসংবাদ, নিশ্চয় পরম দয়াময়ের ফিরিশতাগণ তার উপর তাঁদের পাখা সম্প্রসারিত করে রাখেন।
(তিরমিযী (র) হাদীসটি বর্ণনা করে তাকে সহীহ সাব্যস্ত করেছেন এবং ইবন হিব্বান (র) তাঁর সহীহ্-এ এ
হাদীস উল্লেখ করেছেন। তাবারানীও এ হাদীস সহীহ সনদে উদ্ধৃত করেছেন। তাঁর পাঠ এরকমঃ "রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ তখন আমরা তাঁর কাছে ছিলাম, শামের জন্য সুসংবাদ, আমরা বললাম, তার কি
কারণ, ইয়া রাসূলাল্লাহ। তিনি বললেনঃ নিশ্চয় দয়ালু আল্লাহ তার উপর তাঁর হাত সম্প্রসারিত করে রাখেন।")
আমরাও তার কাছে ছিলাম-শামের জন্য সুসংবাদ, নিশ্চয় পরম দয়াময়ের ফিরিশতাগণ তার উপর তাঁদের পাখা সম্প্রসারিত করে রাখেন।
(তিরমিযী (র) হাদীসটি বর্ণনা করে তাকে সহীহ সাব্যস্ত করেছেন এবং ইবন হিব্বান (র) তাঁর সহীহ্-এ এ
হাদীস উল্লেখ করেছেন। তাবারানীও এ হাদীস সহীহ সনদে উদ্ধৃত করেছেন। তাঁর পাঠ এরকমঃ "রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ তখন আমরা তাঁর কাছে ছিলাম, শামের জন্য সুসংবাদ, আমরা বললাম, তার কি
কারণ, ইয়া রাসূলাল্লাহ। তিনি বললেনঃ নিশ্চয় দয়ালু আল্লাহ তার উপর তাঁর হাত সম্প্রসারিত করে রাখেন।")
كتاب الأدب
التَّرْغِيب فِي سُكْنى الشَّام وَمَا جَاءَ فِي فَضلهَا
4707- وَعَن زيد بن ثَابت رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَوْمًا وَنحن عِنْده طُوبَى للشام
إِن مَلَائِكَة الرَّحْمَن باسطة أَجْنِحَتهَا عَلَيْهِ
رَوَاهُ التِّرْمِذِيّ وَصَححهُ وَابْن حبَان فِي صَحِيحه وَالطَّبَرَانِيّ بِإِسْنَاد صَحِيح وَلَفظه قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم وَنحن عِنْده طُوبَى للشام
قُلْنَا مَا لَهُ يَا رَسُول الله قَالَ إِن الرَّحْمَن لباسط رَحمته عَلَيْهِ
إِن مَلَائِكَة الرَّحْمَن باسطة أَجْنِحَتهَا عَلَيْهِ
رَوَاهُ التِّرْمِذِيّ وَصَححهُ وَابْن حبَان فِي صَحِيحه وَالطَّبَرَانِيّ بِإِسْنَاد صَحِيح وَلَفظه قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم وَنحن عِنْده طُوبَى للشام
قُلْنَا مَا لَهُ يَا رَسُول الله قَالَ إِن الرَّحْمَن لباسط رَحمته عَلَيْهِ