আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২২. অধ্যায়ঃ শিষ্টাচার

হাদীস নং: ৪৭০৬
অধ্যায়ঃ শিষ্টাচার
শামে (সিরিয়া) আবাস গ্রহণের প্রতি উৎসাহ দান ও শামের (সিরিয়ার) ফযীলত সম্পর্কিত হাদীসসমূহ
৪৭০৬. হযরত আবূ দারদা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন, শামের অধিবাসী পুরুষ তাদের পত্নীগণ, তাদের সন্তান-সন্ততি, তাদের গোলাম ও তাদের বাঁদী-দাসী আরব দ্বীপের সীমানায় সার্বক্ষণিক পাহারাদার থাকবে। অতএব যে ব্যক্তি (আরব দ্বীপের) কোন জনপদে অবতরণ করল, সে ইবাদতের মধ্যে ব্যাপৃত থাকল, অথবা কোন সীমান্তে অবতরণ করল, সে জিহাদে ব্যাপৃত থাকল।
(তাবারানী প্রমুখ হাদীসটি মু'আবিয়া ইবন ইয়াহ্ইয়া আবূ মৃতী'-এর সূত্রে বর্ণনা করেছেন। মু'আবিয়া ইবন
ইয়াহ্ইয়া আরতাত ইবন মুনযির-এর সূত্রে অপর এক হাদীস বর্ণনাকারীর মধ্যস্থতায় আবু দারদা (রা) থেকে হাদীস বর্ণনার ক্ষেত্রে উত্তম রাবী। তবে তিনি মধ্যস্থ হাদীস বর্ণনাকারীর নাম উল্লেখ করেন নি।
كتاب الأدب
التَّرْغِيب فِي سُكْنى الشَّام وَمَا جَاءَ فِي فَضلهَا
4706- وَعَن أبي الدَّرْدَاء رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم أهل الشَّام وأزواجهم وذراريهم وعبيدهم وإماؤهم إِلَى مُنْتَهى الجزيرة مرابطون فَمن نزل مَدِينَة من الْمَدَائِن فَهُوَ فِي رِبَاط أَو ثغرا من الثغور فَهُوَ فِي جِهَاد

رَوَاهُ الطَّبَرَانِيّ وَغَيره من مُعَاوِيَة بن يحيى أبي مُطِيع وَهُوَ حسن الحَدِيث عَن أَرْطَأَة بن الْمُنْذر عَمَّن حَدثهُ عَن أبي الدَّرْدَاء وَلم يسمه
tahqiqতাহকীক:তাহকীক চলমান