আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২২. অধ্যায়ঃ শিষ্টাচার
হাদীস নং: ৪৭০৫
অধ্যায়ঃ শিষ্টাচার
শামে (সিরিয়া) আবাস গ্রহণের প্রতি উৎসাহ দান ও শামের (সিরিয়ার) ফযীলত সম্পর্কিত হাদীসসমূহ
৪৭০৫. খালিদ ইবন মা'দান (র) থেকে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ (ﷺ) বলেন। মক্কা, মদীনা ও শাম (সিরিয়া) এ তিনটি স্থান থেকে আমার উপর নবুওয়াত অবতীর্ণ হয়েছে। অতএব এ সব স্থানের কোন একস্থান থেকে যদি তা বের হয়ে যায়, তবে সেখানে আর কখনও ফিরে আসবে না।
(আবূ দাউদ হাদীসটি বাকিয়্যার সূত্রে আল-মারাসীল-এ বর্ণনা করেছেন।)
(আবূ দাউদ হাদীসটি বাকিয়্যার সূত্রে আল-মারাসীল-এ বর্ণনা করেছেন।)
كتاب الأدب
التَّرْغِيب فِي سُكْنى الشَّام وَمَا جَاءَ فِي فَضلهَا
4705 - وَعَن خَالِد بن معدان أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ نزلت عَليّ النُّبُوَّة من ثَلَاثَة أَمَاكِن مَكَّة وَالْمَدينَة وَالشَّام فَإِن أخرجت من إِحْدَاهُنَّ لم ترجع إلَيْهِنَّ أبدا
رَوَاهُ أَبُو دَاوُد فِي الْمَرَاسِيل من رِوَايَة بَقِيَّة
رَوَاهُ أَبُو دَاوُد فِي الْمَرَاسِيل من رِوَايَة بَقِيَّة