আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২২. অধ্যায়ঃ শিষ্টাচার
হাদীস নং: ৪৭০৪
অধ্যায়ঃ শিষ্টাচার
শামে (সিরিয়া) আবাস গ্রহণের প্রতি উৎসাহ দান ও শামের (সিরিয়ার) ফযীলত সম্পর্কিত হাদীসসমূহ
৪৭০৪. হযরত আবু উমামা (রা)-এর সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেন, শাম আল্লাহ্ তা'আলার একটি
মনোনীত ভূমি। সেখানে তিনি তাঁর মনোনীত বান্দাদেরকে নির্বাচিত করে নিয়ে যাবেন। অতএব যে ব্যক্তি শাম থেকে বের হয়ে অন্যত্র গেল সে আল্লাহ্ তা'আলার অসন্তুষ্টির দরুনই তা হল। পক্ষান্তরে যে ব্যক্তি অন্যস্থান থেকে শামে প্রবেশ করল সে আল্লাহ তা'আলার রহমতের দরুনই তাতে প্রবেশ করল।
(তাবারানী ও হাকিম উভয়ে হাদীসটি আফীর ইবন মা'দান-এর সূত্রে বর্ণনা করেছেন। আফীর ইবন মা'দান। সুলায়ম ইবন আমির-এর সূত্রে আবূ উমামা (রা) থেকে হাদীস বর্ণনার ক্ষেত্রে আস্থাভাজন নন। হাকিম বলেন, হাদীসটির সনদ সহীহ।)
মনোনীত ভূমি। সেখানে তিনি তাঁর মনোনীত বান্দাদেরকে নির্বাচিত করে নিয়ে যাবেন। অতএব যে ব্যক্তি শাম থেকে বের হয়ে অন্যত্র গেল সে আল্লাহ্ তা'আলার অসন্তুষ্টির দরুনই তা হল। পক্ষান্তরে যে ব্যক্তি অন্যস্থান থেকে শামে প্রবেশ করল সে আল্লাহ তা'আলার রহমতের দরুনই তাতে প্রবেশ করল।
(তাবারানী ও হাকিম উভয়ে হাদীসটি আফীর ইবন মা'দান-এর সূত্রে বর্ণনা করেছেন। আফীর ইবন মা'দান। সুলায়ম ইবন আমির-এর সূত্রে আবূ উমামা (রা) থেকে হাদীস বর্ণনার ক্ষেত্রে আস্থাভাজন নন। হাকিম বলেন, হাদীসটির সনদ সহীহ।)
كتاب الأدب
التَّرْغِيب فِي سُكْنى الشَّام وَمَا جَاءَ فِي فَضلهَا
4704- وَعَن أبي أُمَامَة رَضِي الله عَنهُ عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ الشَّام صفوة الله من بِلَاده إِلَيْهَا يجتبي صفوته من عباده فَمن خرج من الشَّام إِلَى غَيرهَا فبسخطه وَمن دَخلهَا من غَيرهَا فبرحمته
رَوَاهُ الطَّبَرَانِيّ وَالْحَاكِم كِلَاهُمَا من رِوَايَة عفير بن معدان وَهُوَ واه عَن سليم بن عَامر عَنهُ وَقَالَ الْحَاكِم صَحِيح الْإِسْنَاد كَذَا قَالَ
رَوَاهُ الطَّبَرَانِيّ وَالْحَاكِم كِلَاهُمَا من رِوَايَة عفير بن معدان وَهُوَ واه عَن سليم بن عَامر عَنهُ وَقَالَ الْحَاكِم صَحِيح الْإِسْنَاد كَذَا قَالَ