আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২২. অধ্যায়ঃ শিষ্টাচার

হাদীস নং: ৪৬৯৭
অধ্যায়ঃ শিষ্টাচার
শামে (সিরিয়া) আবাস গ্রহণের প্রতি উৎসাহ দান ও শামের (সিরিয়ার) ফযীলত সম্পর্কিত হাদীসসমূহ
৪৬৯৭. হযরত ওয়াসিলা ইবন আসকা (রা)-থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: মানুষ বিভিন্ন দলে বিভক্ত হয়ে পড়বে। একদল হয়ে শামে, একদল পূর্বে এবং একদল পশ্চিমে। অতঃপর এক বাক্তি বললেন। ইয়া রাসূলাল্লাহ্। আমার জন্য একটি মনোনীত করুন, আমি একজন যুবক ছেলে। হয়ত আমি সে সময়টি পেতে পারি। অতএব আপনি তন্মধ্যে আমার জন্যে কোনটি আদেশ করবেন? তিনি বললেনঃ তুমি শামে থেকো।
(তাবারানী হাদীসটি দু'টি সনদে বর্ণনা করেছেন। তন্মধ্যে একটি সনদ হাসান।)
كتاب الأدب
التَّرْغِيب فِي سُكْنى الشَّام وَمَا جَاءَ فِي فَضلهَا
4697- وَعَن وَاثِلَة بن الْأَسْقَع رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يجند النَّاس أجنادا جند بِالْيمن وجند بِالشَّام وجند بالمشرق وجند بالمغرب
فَقَالَ رجل يَا رَسُول الله خر لي إِنِّي فَتى شَاب فلعلي أدْرك ذَلِك فَأَي ذَلِك تَأْمُرنِي قَالَ عَلَيْك بِالشَّام

رَوَاهُ الطَّبَرَانِيّ من طَرِيقين إِحْدَاهمَا حَسَنَة
tahqiqতাহকীক:তাহকীক চলমান