আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২২. অধ্যায়ঃ শিষ্টাচার

হাদীস নং: ৪৬৯৮
অধ্যায়ঃ শিষ্টাচার
শামে (সিরিয়া) আবাস গ্রহণের প্রতি উৎসাহ দান ও শামের (সিরিয়ার) ফযীলত সম্পর্কিত হাদীসসমূহ
৪৬৯৮. তাঁরই থেকে বর্ণিত অপর এক রিওয়ায়াতে তিনি বলেন: আমি রাসূলুল্লাহ(ﷺ)-কে হুযায়ফা ইবন ইয়ামান ও মু'আয ইবন জাবাল (রা)-এর প্রতি সম্বোধন করে বলতে শুনেছি। তাঁরা উভয়ে তখন তাঁর সাথে গৃহ নির্মাণের ব্যাপারে পরামর্শ চাচ্ছিলেন। তখন রাসূলুল্লাহ্ (ﷺ) শামের প্রতি ইঙ্গিত করলেন। তাঁরা তাঁকে আবার জিজ্ঞেস করলেন। উত্তরে তিনি শামের প্রতি ইঙ্গিত করে বললেনঃ তোমরা শামে থেকো। কেননা, শাম আল্লাহ তা'আলার মনোনীত ভূমি। তিনি সেখান তাঁর মনোনীত বান্দাদেরকে বসত করাবেন। যে ব্যক্তি সেখানে থাকতে অসম্মতি প্রকাশ করে, সে যেন নিজ ইয়ামানে বসবাস করে এবং তার জলাশয় থেকে পানি পান করে। কেননা, আল্লাহ্ তা'আলা আমার কাছে শাম ও শামের অধিবাসীদের যিম্মা গ্রহণ করেছেন।
كتاب الأدب
التَّرْغِيب فِي سُكْنى الشَّام وَمَا جَاءَ فِي فَضلهَا
4698- وَفِي رِوَايَة عَنهُ قَالَ سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول لِحُذَيْفَة بن الْيَمَان ومعاذ بن جبل وهما يستشيرانه فِي الْمنزل فَأَوْمأ إِلَى الشَّام ثمَّ سألاه فَأَوْمأ إِلَى الشَّام قَالَ عَلَيْكُم بِالشَّام فَإِنَّهَا صفوة بِلَاد الله يسكنهَا خيرته من خلقه فَمن أَبى فليلحق بيمنه وليسق من غدره فَإِن الله تكفل لي بِالشَّام وَأَهله
tahqiqতাহকীক:তাহকীক চলমান