আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২২. অধ্যায়ঃ শিষ্টাচার

হাদীস নং: ৪৬৯৬
অধ্যায়ঃ শিষ্টাচার
শামে (সিরিয়া) আবাস গ্রহণের প্রতি উৎসাহ দান ও শামের (সিরিয়ার) ফযীলত সম্পর্কিত হাদীসসমূহ
৪৬৯৬. হযরত ইরবায ইবন সারিয়া (রা) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি একদিন জনসমক্ষে দাঁড়িয়ে বললেন : হে লোক সকল! অদূর ভবিষ্যতে তোমরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে যাবে। এক দল শামে, একদল ইরাকে এবং একদল ইয়ামানে। অতঃপর ইবন হাওয়ালা বললেন: ইয়া রাসূলাল্লাহ! সে সময়টি যদি আমাকে পেয়ে বসে, তবে (আমি কোনটি গ্রহণ করব তা) আমার জন্য ঠিক করে দিন। রাসূলুল্লাহ (ﷺ) বলেন, আমি তোমার জন্য শাম দেশকে মনোনীত করছি। কেননা, এটা মুসলমানদের মনোনীত এবং আল্লাহ্ তা'আলার একটি নির্বাচিত ভূমি। তিনি তাঁর মনোনীত বান্দাদেরকে নির্বাচন করে সেখানে নিয়ে যাবেন। যে সেখানে যেতে অসম্মতি প্রকাশ করে, সে যেন এ যমীনে বসবাস করে এবং তার জলাশয় থেকে পানি পান করে। কেননা, আল্লাহ্ আমার কাছে শাম ও শামের অধিবাসীদের যিম্মা গ্রহণ করেছেন।
(তাবারানী (র) হাদীসটি বর্ণনা করেছেন। এর সমস্ত রাবী নির্ভরযোগ্য। বাযযার এবং তাবারাণীও অনুরূপ আরেকটি হাদীস আবূ দারদা (রা)-এর সূত্রে হাসান সনদে বর্ণনা করেছেন।)
كتاب الأدب
التَّرْغِيب فِي سُكْنى الشَّام وَمَا جَاءَ فِي فَضلهَا
4696- وَعَن الْعِرْبَاض بن سَارِيَة رَضِي الله عَنهُ عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم أَنه قَامَ يَوْمًا فِي النَّاس فَقَالَ يَا أَيهَا النَّاس توشكون أَن تَكُونُوا أجنادا مجندة جند بِالشَّام وجند بالعراق وجند بِالْيمن
فَقَالَ ابْن حِوَالَة يَا رَسُول الله إِن أدركني ذَلِك الزَّمَان فاختر لي
قَالَ إِنِّي أخْتَار لَك الشَّام فَإِنَّهُ خيرة الْمُسلمين وصفوة الله من بِلَاده يجتبي إِلَيْهَا صفوته من خلقه فَمن أَبى فليلحق بيمنه وليسق من غدره فَإِن الله قد تكفل لي بِالشَّام وَأَهله

وَرَوَاهُ الطَّبَرَانِيّ وَرُوَاته ثِقَات وَرَوَاهُ الْبَزَّار وَالطَّبَرَانِيّ أَيْضا من حَدِيث أبي الدَّرْدَاء بِنَحْوِهِ بِإِسْنَاد حسن
tahqiqতাহকীক:তাহকীক চলমান