আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২২. অধ্যায়ঃ শিষ্টাচার
হাদীস নং: ৪৬৯৫
অধ্যায়ঃ শিষ্টাচার
শামে (সিরিয়া) আবাস গ্রহণের প্রতি উৎসাহ দান ও শামের (সিরিয়ার) ফযীলত সম্পর্কিত হাদীসসমূহ
৪৬৯৫. তাঁর থেকেই বর্ণিত। তিনি বলেন, ইয়া রাসূলাল্লাহ্ (ﷺ)। আপনি আমার জন্য একটি দেশ মনোনীত করুন, যেখানে আমি থাকব। যদি আমি জানতে পারি যে, আপনি জীবিত থাকবেন, তবে আমি আপনার সান্নিধ্যের পরিবর্তে কোন কিছুই গ্রহণ করব না। উত্তরে তিনি বললেনঃ তুমি শামে থেকো। অতঃপর যখন তিনি শামের প্রতি আমার অনীহা লক্ষ্য করলেন, তখন বললেনঃ তুমি কি জান, আল্লাহ্ শাম সম্পর্কে কি বলেন: আল্লাহ তা'আলা বলেনঃ "হে শাম। তুমি আমার একটি মনোনীত ভূমি। আমি তোমার মধ্যে আমার মনোনীত বান্দাদেরকে দাখিল করব।" আল্লাহ্ আমার কাছে শামও শামের অধিবাসীদের যিম্মা গ্রহণ করেছেন।
(তাবারানী হাদীসটি দু'টি সনদে বর্ণনা করেছেন। তন্মধ্যে একটি সনদ উত্তম।)
(তাবারানী হাদীসটি দু'টি সনদে বর্ণনা করেছেন। তন্মধ্যে একটি সনদ উত্তম।)
كتاب الأدب
التَّرْغِيب فِي سُكْنى الشَّام وَمَا جَاءَ فِي فَضلهَا
4695- وَعنهُ أَنه قَالَ يَا رَسُول الله خر لي بَلَدا أكون فِيهِ فَلَو أعلم أَنَّك تبقى لم أختر عَن قربك شَيْئا فَقَالَ عَلَيْك بِالشَّام فَلَمَّا رأى كراهيتي للشام قَالَ أَتَدْرِي مَا يَقُول الله فِي الشَّام إِن الله جلّ وَعز يَقُول يَا شام أَنْت صفوتي من بلادي أَدخل فِيك خيرتي من عبَادي
إِن الله تكفل لي بِالشَّام وَأَهله
رَوَاهُ الطَّبَرَانِيّ من طَرِيقين إِحْدَاهمَا جَيِّدَة
إِن الله تكفل لي بِالشَّام وَأَهله
رَوَاهُ الطَّبَرَانِيّ من طَرِيقين إِحْدَاهمَا جَيِّدَة