আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২২. অধ্যায়ঃ শিষ্টাচার
হাদীস নং: ৪৬৮৩
অধ্যায়ঃ শিষ্টাচার
ঘেরাহীন ছাদে মানুষের নিদ্রা যাওয়া অথবা উত্তাল তরঙ্গের সময় সমুদ্র ভ্রমণ করার ব্যাপারে সতর্কীকরণ
৪৬৮৩. হযরত আবু ইমরান জাওনী (র) থেকে বর্ণিত। তিনি বলেন, আমরা পারস্যে ছিলাম। আমাদের একজন আমীর ছিলেন। তাঁর নাম ছিল যুহায়র ইবন আব্দুল্লাহ। তিনি এক ব্যক্তিকে ঘরের উপরে অথবা প্রাচীরবিহীন ছাদের উপরে দেখলেন। তখন তিনি আমাকে বললেন: তুমি কি এ সম্পর্কে কিছু শুনেছ? আমি বললামঃ না। তিনি বললেন: এক ব্যক্তি আমার কাছে বর্ণনা করেছেন যে, রাসূলুল্লাহ (ﷺ) বলছেন: যে ব্যক্তি প্রাচীরবিহীন ছাদে অথবা ঘরের উপরে যার আশে-পাশে এমন কিছু নেই, যা তার পা'কে বাধা দিতে পারে। রাত্রি যাপন করে, তার ব্যাপারে কোন দায়-দায়িত্ব নেই এবং যে ব্যক্তি সমুদ্র ফুঁসে উঠার পর সমুদ্র-ভ্রমণ করে, তার ব্যাপারেও কোন দায়-দায়িত্ব নেই।
(আহমাদ (র) হাদীসটি এরূপ মারফু' হিসেবে বর্ণনা করেছেন এবং মাওকূফ হিসেবেও বর্ণনা করেছেন। উভয় রিওয়ায়াতের বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য। বায়হাকী ও হাদীসটি মারফ' হিসেবে উল্লেখ করেছেন।)
(আহমাদ (র) হাদীসটি এরূপ মারফু' হিসেবে বর্ণনা করেছেন এবং মাওকূফ হিসেবেও বর্ণনা করেছেন। উভয় রিওয়ায়াতের বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য। বায়হাকী ও হাদীসটি মারফ' হিসেবে উল্লেখ করেছেন।)
كتاب الأدب
التَّرْهِيب أَن ينَام الْمَرْء على سطح لَا تحجير لَهُ أَو يركب الْبَحْر عِنْد ارتجاجه
4683- وَعَن أبي عمرَان الْجونِي قَالَ كُنَّا بِفَارِس وعلينا أَمِير يُقَال لَهُ زُهَيْر بن عبد الله فأبصر إنْسَانا فَوق بَيت أَو إجار لَيْسَ حوله شَيْء فَقَالَ لي سَمِعت فِي هَذَا شَيْئا قلت لَا
قَالَ حَدثنِي رجل أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ من بَات فَوق إجار أَو فَوق بَيت لَيْسَ حوله شَيْء يرد رجله فقد بَرِئت مِنْهُ الذِّمَّة وَمن ركب الْبَحْر بَعْدَمَا يرتج فقد بَرِئت مِنْهُ الذِّمَّة
رَوَاهُ أَحْمد مَرْفُوعا هَكَذَا وموقوفا ورواتهما ثِقَات وَالْبَيْهَقِيّ مَرْفُوعا
قَالَ حَدثنِي رجل أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ من بَات فَوق إجار أَو فَوق بَيت لَيْسَ حوله شَيْء يرد رجله فقد بَرِئت مِنْهُ الذِّمَّة وَمن ركب الْبَحْر بَعْدَمَا يرتج فقد بَرِئت مِنْهُ الذِّمَّة
رَوَاهُ أَحْمد مَرْفُوعا هَكَذَا وموقوفا ورواتهما ثِقَات وَالْبَيْهَقِيّ مَرْفُوعا