আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২২. অধ্যায়ঃ শিষ্টাচার
হাদীস নং: ৪৬৮৪
অধ্যায়ঃ শিষ্টাচার
ঘেরাহীন ছাদে মানুষের নিদ্রা যাওয়া অথবা উত্তাল তরঙ্গের সময় সমুদ্র ভ্রমণ করার ব্যাপারে সতর্কীকরণ
৪৬৮৪. বায়হাকীর অপর এক রিওয়ায়াতে উক্ত আবূ ইমরান (র) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি যুহায়ব শানাবীর সাথে ছিলাম। আমরা প্রাচীরের উপর নিদ্রিত এক ব্যক্তির কাছে গেলাম। সে প্রাচীরে তার পা দু'টিকে ঠেকাবার মত কিছু ছিল না। তখন তিনি স্বীয় পা দ্বারা তাকে ধাক্কা দিলেন। তারপর বললেনঃ উঠ। অতঃপর যুহায়ব বললেন: রাসুলুল্লাহ (ﷺ) বলেনঃ যে ব্যক্তি প্রাচীরের উপর রাত্রি যাপন করল অথচ সে প্রাচীরে তার পা দু'টো ঠেকাবার মত কিছু ছিল না, ফলে সে পড়ে মৃত্যুবরণ করল, তার ব্যাপারে কারও কোন দায়-দায়িত্ব নেই। আর যে ব্যক্তি সমুদ্রের ফুঁসে উঠার পর সমুদ্র ভ্রমণ করল, ফলে সে মৃত্যুবরণ করল, তার ব্যাপারেও কারও কোন দায়-দায়িত্ব নেই।
(বায়হাকী (র) বলেন, শু'বা হাদীসটি মুহাম্মদ ইবন আবূ যুহায়ব (র) থেকে আবূ ইমরান (র)-এর সূত্রে বর্ণনা করেছেন। কেউ কেউ বলেন, মুহাম্মদ ইবন যুহায়ব ইব্ন আবু আলী থেকে বর্ণনা করেছেন। আবার কারও কারও মতে, যুহায়ব ইবন আবু জাবাল (রা)-এর সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণনা করেছেন। আবার কেউ এতদভিন্ন মত ও প্রকাশ করেছেন।)
(বায়হাকী (র) বলেন, শু'বা হাদীসটি মুহাম্মদ ইবন আবূ যুহায়ব (র) থেকে আবূ ইমরান (র)-এর সূত্রে বর্ণনা করেছেন। কেউ কেউ বলেন, মুহাম্মদ ইবন যুহায়ব ইব্ন আবু আলী থেকে বর্ণনা করেছেন। আবার কারও কারও মতে, যুহায়ব ইবন আবু জাবাল (রা)-এর সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণনা করেছেন। আবার কেউ এতদভিন্ন মত ও প্রকাশ করেছেন।)
كتاب الأدب
التَّرْهِيب أَن ينَام الْمَرْء على سطح لَا تحجير لَهُ أَو يركب الْبَحْر عِنْد ارتجاجه
4684- وَفِي رِوَايَة للبيهقي عَن أبي عمرَان أَيْضا قَالَ كنت مَعَ زُهَيْر الشنوي فأتينا على رجل نَائِم على ظهر جِدَار وَلَيْسَ لَهُ مَا يدْفع رجلَيْهِ فَضَربهُ بِرجلِهِ ثمَّ قَالَ قُم ثمَّ قَالَ زُهَيْر قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم من بَات على ظهر جِدَار وَلَيْسَ لَهُ مَا يدْفع رجلَيْهِ فَوَقع فَمَاتَ فقد بَرِئت مِنْهُ الذِّمَّة وَمن ركب الْبَحْر فِي ارتجاجه فَفرق فقد بَرِئت مِنْهُ الذِّمَّة
قَالَ الْبَيْهَقِيّ وَرَوَاهُ شُعْبَة عَن أبي عمرَان عَن مُحَمَّد بن أبي زُهَيْر وَقيل عَن مُحَمَّد بن زُهَيْر بن أبي عَليّ وَقيل عَن زُهَيْر بن أبي جبل عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم وَقيل غير ذَلِك
الإجار بِكَسْر الْهمزَة وَتَشْديد الْجِيم هُوَ السَّطْح
وارتجاج الْبَحْر هيجانه
قَالَ الْبَيْهَقِيّ وَرَوَاهُ شُعْبَة عَن أبي عمرَان عَن مُحَمَّد بن أبي زُهَيْر وَقيل عَن مُحَمَّد بن زُهَيْر بن أبي عَليّ وَقيل عَن زُهَيْر بن أبي جبل عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم وَقيل غير ذَلِك
الإجار بِكَسْر الْهمزَة وَتَشْديد الْجِيم هُوَ السَّطْح
وارتجاج الْبَحْر هيجانه