আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২২. অধ্যায়ঃ শিষ্টাচার

হাদীস নং: ৪৬৮২
অধ্যায়ঃ শিষ্টাচার
ঘেরাহীন ছাদে মানুষের নিদ্রা যাওয়া অথবা উত্তাল তরঙ্গের সময় সমুদ্র ভ্রমণ করার ব্যাপারে সতর্কীকরণ
৪৬৮২. হযরত আবদুল্লাহ্ ইব্‌ন জা'ফর (রা) থেকে বর্ণিত। নবী (ﷺ) বলেনঃ যে ব্যক্তি রাত্রিকালে আমাদের উপর আক্রমণ করে, সে আমাদের অন্তর্ভুক্ত নয় এবং যে ব্যক্তি প্রাচীরবিহীন ছাদে ঘুমোল ফলে সে মৃত্যুবরণ করল তার রক্ত (জীবন) বৃথাই গেল।*
(তাবারানী হাদীসটি বর্ণনা করেছেন।)

*অর্থাৎ তার ব্যাপারে কারও কোন দায়-দায়িত্ব নেই।
كتاب الأدب
التَّرْهِيب أَن ينَام الْمَرْء على سطح لَا تحجير لَهُ أَو يركب الْبَحْر عِنْد ارتجاجه
4682- وَرُوِيَ عَن عبد الله بن جَعْفَر رَضِي الله عَنْهُمَا أَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ من رمانا بِاللَّيْلِ فَلَيْسَ منا وَمن رقد على سطح لَا جِدَار لَهُ فَمَاتَ فدمه هدر

رَوَاهُ الطَّبَرَانِيّ
tahqiqতাহকীক:তাহকীক চলমান