আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২২. অধ্যায়ঃ শিষ্টাচার
হাদীস নং: ৪৬৮১
অধ্যায়ঃ শিষ্টাচার
ঘেরাহীন ছাদে মানুষের নিদ্রা যাওয়া অথবা উত্তাল তরঙ্গের সময় সমুদ্র ভ্রমণ করার ব্যাপারে সতর্কীকরণ
৪৬৮১. হযরত জাবির (রা) থেকে বর্ণিত আছে, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) মানুষকে প্রাচীরবিহীন ছাদে ঘুমোতে নিষেধ করেছেন।
(তিরমিযী (র) হাদীসটি বর্ণনা করে বলেন: এটা 'গরীব' হাদীস।)
(তিরমিযী (র) হাদীসটি বর্ণনা করে বলেন: এটা 'গরীব' হাদীস।)
كتاب الأدب
التَّرْهِيب أَن ينَام الْمَرْء على سطح لَا تحجير لَهُ أَو يركب الْبَحْر عِنْد ارتجاجه
4681- وَرُوِيَ عَن جَابر رَضِي الله عَنهُ قَالَ نهى رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم أَن ينَام الرجل على سطح لَيْسَ بمحجور عَلَيْهِ
رَوَاهُ التِّرْمِذِيّ وَقَالَ حَدِيث غَرِيب
رَوَاهُ التِّرْمِذِيّ وَقَالَ حَدِيث غَرِيب